সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়ে এসআইআর ইস্যুতে ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "আমি পরিষ্কার বলব, এই দু'মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে।"


এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দুয়ারে তৃণমূল, মঙ্গলেই শুনানি
ফাইল ছবি


পশ্চিমবঙ্গে পুরোদমে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফর্ম গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতেও। একদিকে যখন বিএলও-রা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দিচ্ছেন, তখন তৃণমূল পুরোমাত্রায় বিরোধিতা করে চলেছে। এবার সেই ইস্যুতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দুই সাংসদ মালা রায় ও সাংসদ দোলা সেন মামলা করেছেন শীর্ষ আদালতে। মঙ্গলবারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে না। এসআইআর-এর প্রক্রিয়ার বিরোধিতা করছে।



চলে যান এখান থেকে', নওশাদকে বললেন সাধারণ লোকজন
'কাজের সূত্রে অন্য দেশ থেকে মানুষ আসেন, আবার চলেও যান', যুক্তি দিলেন পরিবহণমন্ত্রী
তৃণমূলের মূল অভিযোগ হল, পরিকাঠামো ছাড়াই এসআইআর শুরু করে দেওয়া হয়েছে বাংলায়। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হচ্ছে বলেও অভিযোগ। এছাড়া তৃণমূলের অভিযোগ, এসআইআরে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগও উঠেছে বাংলায়।

সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়ে এসআইআর ইস্যুতে ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, “আমি পরিষ্কার বলব, এই দু’মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই জন্য দু’বছর সময় নিয়ে করা হোক।”

এর আগে এসআইআর-এর প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ কথা, এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও দিন জোর দিয়ে বলেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours