মূলত, চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জুড়লে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসে ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত হয় উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL।


আবার আটকে চিংড়িহাটা মেট্রোর কাজ, এবার কীসের আপত্তি?
অসম্পূর্ণ চিংড়িঘাটা


 ফের সঙ্কটের মুখে চিংড়িঘাটায় মেট্রোর বাকি থাকা অংশে কাজ শুরুর বিষয়টি। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে সেই কাজ আদৌ হবে কি না,তা নিয়ে তৈরি হল একাধিক সংশয়।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতিতে ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা অনেকটা বাড়াতে হয়েছে। রবিবার শহর জুড়ে রয়েছে একটি ম্যারাথন। আর এই সপ্তাহান্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ফলে চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক দেওয়া কঠিন। পাশাপাশি কাজের এলাকাতেই RVNL-এর তরফে একটি নতুন রাস্তা তৈরি করে দেওয়ার কথা। তারও শেষ মুহূর্তের কাজ বাকি। ট্রাফিক ব্লক করার আগে ওই কাজ শেষ করে নেওয়া প্রয়োজন বলে মনে করছে। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ আরেকটু পিছিয়ে দিতে চাইছে কলকাতা ট্রাফিক পুলিশ।

 ‘ভাবছিলাম গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, দরকার নেই চাকরি’, ট্রেনিংয়ে গিয়ে কেঁদে ফেললেন বিএলও
মূলত, চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জুড়লে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসে ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত হয় উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সিদ্ধান্তে সায় দেয় কলকাতা হাইকোর্ট। তারপরও চলতি সপ্তাহের শুক্রবার থেকে কাজ শুরুর সম্ভবনা কম। মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য প্রশাসনের দেওয়া নতুন দিন তারা মেনে নেন নাকি এই ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন, আপাতত সেদিকেই নজর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours