কসবা থানার রাজাডাঙা এলাকায় রাস্তার সারমেয়দের খাবার খাওয়াতে গিয়েছিলেন টলিউডের এই জনপ্রিয় দম্পতি। হঠাৎই দেখেন এলাকার বেশ কিছু মানুষ ধেয়ে আসছেন তাঁদের দিকে। প্রশ্ন তোলেন কেন তাঁরা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছেন। এই নিয়ে এলাকাবাসীদের সঙ্গে বচসাও শুরু হয় দম্পতির সঙ্গে।
পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়ে স্থানীয়দের হাতে হেনস্থার শিকার! সায়ন্তনী ও ইন্দ্রনীলের সঙ্গে কী ঘটল?
ব্য়াপারটা যে এমন ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও তাঁর স্বামী অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। পশুপ্রেমী হওয়ায় যেভাবে মাঝে মধ্যেই পথপশুদের যত্ন করেন, খাবার দেন, ভেবেছিলেন তেমনটাই ঘটবে। তবে যেটা ঘটল, তা ভয়ানক। অভিনেত্রী তো বলছেন, আরেকবার হার্ট হ্যাটাক হতে পারত!
শুক্রবার হঠাৎ ফেসবুক লাইভে এসে অভিনেত্রী ও তাঁর অভিনেতা স্বামী পুরো ঘটনাকে তুলে ধরলেন। কীভাবে স্থানীয়রা তাঁদের উপর চড়াও হয়ে হেনস্থা করেছেন, তাও স্পষ্ট জানালেন তাঁরা।
কসবা থানার রাজাডাঙা এলাকায় রাস্তার সারমেয়দের খাবার খাওয়াতে গিয়েছিলেন টলিউডের এই জনপ্রিয় দম্পতি। হঠাৎই দেখেন এলাকার বেশ কিছু মানুষ ধেয়ে আসছেন তাঁদের দিকে। প্রশ্ন তোলেন কেন তাঁরা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছেন। এই নিয়ে এলাকাবাসীদের সঙ্গে বচসাও শুরু হয় দম্পতির সঙ্গে। এমনকী, পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে, কয়েকজন ইন্দ্রনীলের উপর চড়াও হন। কলকাতা পুলিশকে এই ভিডিয়োতে ট্য়াগ করে অভিনেত্রী সায়ন্তনী বলেন বলেন, দয়া করে আপনারা এটা দেখুন, এখানকার বয়স্ক মানুষরা কীভাবে আমাদের উপর চড়াও হচ্ছেন। এখানে রাস্তায় খেতে দেওয়া যাবে না বলে আমাদের অকথ্য ভাষায় কথা বলছেন। আমরা এই নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করব।
সায়ন্তনী জানিয়েছেন, ”এই ঘটনার পর কসবা থানাতে অভিযোগ দায়ের করেছি। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। আমাদের সেলেবদের সঙ্গেই যদি এমন হয়, তা হলে তো সাধারণ মানুষের সঙ্গে এরকম যখন তখন হবে। ভয় পাচ্ছি আমার দ্বিতীয়বার না হার্ট অ্যাটাক না হয়।”


Post A Comment:
0 comments so far,add yours