বন্ধুত্ব থেকে হঠাত্‍ প্রেম! তারপর বিয়ে। টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী আর প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে। ২০২২ সালে ভেসে ওঠে তাঁদের বিয়ের খবর। কাছের বন্ধুদের নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন পাহাড়ে। তাঁদের বিয়ের ছবি ছিল নজরকাড়া। তবে সেই বিয়ে ভাঙছে, এমন চর্চা টলিপাড়ায়।
অঙ্কিতা-প্রান্তিকের বিয়ে ভাঙছে ? যা বললেন প্রান্তিক...

বন্ধুত্ব থেকে হঠাত্‍ প্রেম! তারপর বিয়ে। টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী আর প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে। ২০২২ সালে ভেসে ওঠে তাঁদের বিয়ের খবর। কাছের বন্ধুদের নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন পাহাড়ে। তাঁদের বিয়ের ছবি ছিল নজরকাড়া। তবে সেই বিয়ে ভাঙছে, এমন চর্চা টলিপাড়ায়।


 যোগাযোগ করেছিল প্রান্তিকের সঙ্গে। অঙ্কিতার সঙ্গে তাঁর বিয়ে কি ভাঙছে? প্রান্তিক বললেন, ”আমাদের ১২ বছরের বন্ধুত্ব। তারপর প্রেম, বিয়ে। তবে এখন মনে হয়েছে, সম্পর্কটা বর-বউয়ের আকারে না রাখলে ভালো হতে পারে। সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তাই বর-বউয়ের সম্পর্কে না-ও থাকতে পারি আমরা। এমনিতে আমাদের অ্যাসোসিয়েশন থাকবে। কারণ একই বন্ধুদের দলের মধ্যে আমরা আছি।”



হিব্রু ভাষা থেকে ধার করে মেয়ের নাম রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ, জানেন কী সেই নাম ও তার অর্থ?
সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী, পাত্র কে জানেন?
প্রান্তিকের জীবনে কোনও নতুন প্রেম এসেছে, তাই কি এমন সিদ্ধান্ত ? অভিনেতা খোলসা করলেন, ”আমার মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে দেড়-দু’ বছর তাই নিয়ে ব্যস্ত আছি। একেবারে স্পষ্ট করে বলছি, অন্য কোনও প্রেম হয়নি এর মধ্য়ে। অঙ্কিতার সঙ্গে শহর আলাদা হওয়াটা একটা সমস্যার কারণ হতে পারে। আমাদের দু’ জনের একটা সময়ের পর মনে হয়েছে, বন্ধুত্ব রাখলেই সেটা ভালো হবে।”

অঙ্কিতা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। বাংলা ছবিতে যেমন তিনি কাজ করেন, তেমনই হিন্দি ধারাবাহিকের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। প্রান্তিকও টেলিভিশনে নিয়মিত কাজ করেন। একটা ধারাবাহিকে কাজ করার কথা ছিল তাঁর সম্প্রতি। তবে সেই কাজটা করছেন না। সামনে অন্য কাজ করার পরিকল্পনা করছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রে আগ্রহ রয়েছে অভিনেতার। টলিপাড়ায় বেশ কিছু বিয়ে যেমন টিকে যায়, তেমনই ইদানীং বেশ কিছু বিয়ে ভাঙার খবরে ভেসেছে বাংলা ছবির দুনিয়া। প্রান্তিকের কথা থেকে স্পষ্ট, এই বিষয়টা নিয়ে কেউ জাজমেন্টাল হবেন না, তেমনই প্রত্যাশা তাঁর। আগামী দিনে তাঁরা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবেন নাকি, বর্তমান পরিস্থিতিতে মোড় বদল হবে, তা দেখার অপেক্ষা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours