গঙ্গাসাগরে শিশু দিবস উদযাপন, উপস্থিত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

১৪ নভেম্বর, দেশজুড়ে যখন পালিত হচ্ছে শিশু দিবস, তখন দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মনসা দ্বীপ খাসমহল পল্লীশ্রী উদয়ন সংঘের ব্যবস্থাপনায় এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হলো। শিশু দিবস উপলক্ষ্যে সংঘের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং অন্যান্য অতিথিরা এদিন বহু দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন। আয়োজিত রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পাওয়া যায়। জানা গেছে, এদিন প্রায় দেড়শ (১৫০) জন রক্তদাতা রক্তদান করেছেন। মনসা দ্বীপে এই ধরনের কর্মসূচির আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে এবং দিনটি একটি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে শেষ হলো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours