শিশু দিবসে মিষ্টি আর পেন নিয়ে প্রাইমারি স্কুলে উপস্তিত নামখানা থানার ভারপ্রাপ্ত অধিকারীক
দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা ব্লকে ১৪ ই নভেম্বর শুক্রবার শিশু দিবস উপলক্ষে নামখানার একটি স্কুলের পৌঁছে যান নামখানা থানার ভারপ্রাপ্ত অধিকারীক বিভাস সরকার। শিশু দিবস উপলক্ষে নামখানার সাবিত্রী অঃ প্রাঃ বিদ্যালয়ে স্কুলের শিশুদের জন্য হাতে করে মিষ্টি আর পেন নিয়ে যান।
স্কুলের পক্ষ থেকে ছোট শিশুদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার এবং উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতেই নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার নিজের হাতে ছাত্র-ছাত্রীদের একটি করে পেন আর মিষ্টি তুলে দেন। শিশু দিবসে থানার পক্ষ থেকে এমন উদ্দ্যোগ দাগ কেটেছে নামখানা বাসীর মনে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours