রাজ্যপালের তৃণমূল রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে পিছপা হচ্ছে না। শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'বুলেটে কীভাবে ভোট হয়, সেটা শীতলকুচিতেই দেখেছি।' তিনি আরও বলেন, 'রাজ্যপাল বিজেপির ভাষায় কথা বলছেন।'
ভোটের আগে বড় বার্তা রাজ্যপালের, জবাব দিল তৃণমূলও
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির আশঙ্কায় পিস রুম পর্যন্ত খুলেছিলেন রাজভবনে। ভোটের অশান্তি নিয়েও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সি ভি আনন্দ বোস।
বুলেটে নয়, ব্যালটে ভোট হোক, এমন বার্তাই দিতে শোনা গিয়েছে রাজ্যপালকে। তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গে ব্যালটে ভোট হওয়া উচিত, বুলেটে নয়। অবিলম্বে সেই পরিস্থিতি তৈরি করা প্রয়োজন।” তাঁর কথায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজ্যে বর্তমানে সেই পরিস্থিতি নেই।
’
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যাতে না রাখে। রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন।”
তবে বিজেপির দাবি, রাজ্যপাল নিজে যা দেখেছেন তাই বলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “উনি দীর্ঘদিন আছেন এ রাজ্যে। তিন বছর হয়ে গিয়েছে। উনি ওঁর উপলব্ধি থেকে বলছেন।”


Post A Comment:
0 comments so far,add yours