ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মাঝে অধিনায়ক শুভমন গিলকে নিয়ে বিরাট চিন্তা ভারতীয় শিবিরে। স্ট্রেচারে শুইয়ে শুভমন গিলকে অ্যাম্বুলেন্সের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর ইডেন থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে (উডল্যান্ডস) নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর চোটের জায়গায় পরীক্ষা করা হচ্ছে।


ক্যাপ্টেনের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে, অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে গিল
ক্যাপ্টেনের চোটে চিন্তা, অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে শুভমন


ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই একটা দৃশ্য সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের উদ্বেগ বাড়িয়ে দিল। তখন সবেমাত্র রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবরা তাঁদের ভেল্কি দেখানো শেষ করেছেন, আর ধুঁকছে প্রোটিয়ারা। ঠিক সেই সময় ভারতের ড্রেসিংরুমের সামনে আচমকা দেখা যায় তৎপরতা। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে পড়েন সেখানে থাকা পুলিশরা। মাঠের বাইরে থাকা অ্যাম্বুলেন্স টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের পাশে চলে এল। এই অ্যাম্বুলেন্স শুভমন গিলের (Shubman Gill) জন্য। তিনি আজ, শনিবার ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন। এখন কেমন আছেন ভারত অধিনায়ক শুভমন গিল? তাঁর অনুরাগীদের মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

হাসপাতালে ভারত অধিনায়ক শুভমন গিল
স্ট্রেচারে শুইয়ে শুভমন গিলকে অ্যাম্বুলেন্সের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর ইডেন থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে (উডল্যান্ডস) নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর চোটের জায়গায় পরীক্ষা করা হচ্ছে। আসলে ইডেন টেস্টে আজ ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান। অবশ্য গতকাল রাত থেকেই ঘাড়ে অস্বস্তি বোধ করতে থাকেন শুভমন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল ব্যাক স্প্যাজমের সমস্যা।





দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মধ্যাহ্নভোজের বিরতির আগে মাত্র ৩টে বল খেলেন শুভমন। তার পরই মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রোটিয়া বোলার সাইমন হারমারের বলে চার মারতে গিয়ে ঘাড়ের পেশিতে তাঁর টান ধরেছিল। এরপর ভারতীয় দলের ফিজিয়োর সঙ্গে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। জানা গিয়েছে, শুভমন নেক বেন্ড পরে ড্রেসিংরুমে বসেছিলেন।

বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শুভমন গিলের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। বোর্ডের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। তিনি আজ আবার মাঠে নামতে পারবেন কি না, তা তাঁর পরিস্থিতি ও উন্নতির উপর নির্ভর করবে।



আগামিকাল দক্ষিণ আফ্রিকার ৩টে উইকেট পড়ার পর ভারতের ইনিংস শুরু হবে। গিল যদি আজ রাতের মধ্যে ব্যথামুক্ত হতে পারেন, তা হলে হয়তো তাঁকে ব্যাট হাতে রবিবার ইডেনে নামতে দেখা যেতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours