শনিবার নজরুল মঞ্চে ছিল বিএলও-দের ট্রেনিং। কমিশনের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আশ্বাস না মেলায় বিক্ষোভে ফেটে পড়েন বিএলও-রা। আগে কমিশন জানিয়েছিল যে এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন বিএলও-রা। কিন্তু বিজ্ঞপ্তি জারির পরেও তাদের জন্য এই সংক্রান্ত কোনও নির্দেশ না আসায় বিএলও-রা অসন্তুষ্ট।


তিন দাবি মানতেই হবে, কাজ শুরুর আগেই বিক্ষোভে BLO-রা
বিএলও-দের ট্রেনিং-এ বিক্ষোভ


 পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলও-দের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এমনকী প্রক্রিয়া শুরুর আগে থেকেই এই ইস্যুতে সরব হয়েছেন সরকারি কর্মীরা। এবার সেই প্রক্রিয়া শুরু হতে না হতেই বাড়ল বিক্ষোভ। প্রশিক্ষণের প্রথম দিনেই ছন্দপতন। শনিবার কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ চলাকালীন শুরু হয় বিক্ষোভ।





এসআইআর-এর কাজ করার সময় অন্যান্য কাজ থেকে বিএলও-রা অব্যাহতি পাবেন কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরও সেই সংক্রান্ত কোনও নির্দেশ না আসায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষক-শিক্ষিকারা।



বিহারের নির্বাচন নিয়ে বড় কথা! একেবারে লিখে দিলেন প্রশান্ত কিশোর
শুক্রবার কামারহাটির ইআরও একটি নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়, বিএলও-রা এসআইআর-এর কাজই শুধু করবেন, স্কুলে যেতে হবে না। সেই সঙ্গে এও জানানো হয় যে তাঁরা অন ডিউটি থাকতে পারবেন অর্থাৎ ছুটি বা বেতন কাটা যাবে না। প্রশ্ন ওঠে, এটা কি আদৌ কমিশনের নির্দেশ? নাকি ইআরও নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন? সেই চর্চার মাঝে আচমকাই শুক্রবার বিকেলে নির্দেশিকা তুলে নেওয়া হয়।

শনিবার নজরুল মঞ্চে ছিল বিএলও-দের ট্রেনিং। কমিশনের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আশ্বাস না মেলায় বিক্ষোভে ফেটে পড়েন বিএলও-রা। আগে কমিশন জানিয়েছিল যে এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন বিএলও-রা। কিন্তু বিজ্ঞপ্তি জারির পরেও তাদের জন্য এই সংক্রান্ত কোনও নির্দেশ না আসায় বিএলও-রা অসন্তুষ্ট। নিজেদের কাজ করে কীভাবে এসআইআরের কাজ সামলাবেন, সেই প্রশ্ন উঠেছে।

বিএলও-দের বেশ কয়েকটি দাবি আছে। প্রথমত, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, স্কুলে অনডিউটি দেখাতে হবে, ছুটি কাটা যাবে না বা বেতন কাটা যাবে না। এছাড়াও ১২০০ থেকে ১৪০০ ভোটার থাকলে দু’জন করে বিএলও রাখতে হবে বলেও দাবি জানানো হয়েছে। বিএলও-রা এদিন সাফ জানিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা না করা হলে, কাজ থেকে অব্যাহতি না পেলে তাঁরা কাজে যোগ দেবেন না। ইআরও-কে এ কথা জানিয়ে নজরুল মঞ্চ ছাড়লেন অনেক বিএলও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours