তবে পরীক্ষা তো হল, কিন্তু ফলাফল? 'ভাগ্য পরীক্ষার' ফলপ্রকাশ কবে? এসএসসি সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বললে, অক্টোবরের শেষ দিকে ৯ বছর পর নেওয়া এসএসসি-র ফলপ্রকাশের সম্ভবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।


 বছর পর এসএসসি-র পরীক্ষা, ফলাফল কবে? প্রকাশ্যে বড় তথ্য
প্রতীকী ছবি

৯ বছর পর নির্বিঘ্নে মিটেছে এসএসসির পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থী। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। যার জেরে স্বাভাবিকভাবেই নানা মহলে মুখ পুড়েছিল শিক্ষা দফতরের। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিলও হয়ে যায় সেই প্যানেল। চাকরি খুইয়ে পথে বসেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। অবশেষে যোগ্য-অযোগ্য বাছাইয়ের পর্ব শেষ করে গত মাসেই নেওয়া হয় ফের পরীক্ষা।


বয়সের ক্ষেত্রে ‘সীমাহীন’ ছাড় থাকায় ২০১৬ সালের ‘যোগ্য’ প্রার্থীরা ছাড়াও এই পরীক্ষায় বসতে দেখা যায় অন্য চাকরিপ্রার্থীদেরও। তবে পরীক্ষা তো হল, কিন্তু ফলাফল? ‘ভাগ্য পরীক্ষার’ ফলপ্রকাশ কবে? এসএসসি সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বললে, অক্টোবরের শেষ দিকে ৯ বছর পর নেওয়া এসএসসি-র ফলপ্রকাশের সম্ভবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।


সব মিলিয়ে একেবারের ছক কষে নেমেছে এসএসসি দফতর। আর না নেমেই বা উপায় কি? সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ‘ডেডলাইনেই’ করতে হবে কাজ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই। এবার সেই নিয়ম মেনেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহকে ‘পাখির চোখ’ করেছে স্কুল সার্ভিস কমিশন।

কাটেনি দুর্নীতির ভয়
দুর্নীতির বেড়াজাল টপকে, হাজার বিতর্ক পেরিয়ে ৯ বছর পর নিয়োগ শুরু এসএসসি-র। বাতিল হওয়া ২০১৬ সালের প্যানেলে ‘অস্বচ্ছতা’ দেখা গিয়েছিল ওএমআর শিট ঘিরে। কেউ কেউ বলেন, নিয়োগ দুর্নীতিকে ঘিরে না পাওয়া উত্তরগুলোও হারিয়ে গিয়েছে ওই পুড়ে যাওয়া ওএমআর শিটের সঙ্গেই। তবে এবার আর সেই ‘অস্বচ্ছতা’ তৈরির কোনও পথ খোলা রাখতে চায় না শিক্ষা দফতর। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে উত্তরপত্রের কার্বন কপি।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, ‘ফলাফল সবার চোখের সামনেই রয়েছে। ভারতবর্ষে আর কোনও রাজ্যে কখনওই এমনটা হয়নি। যেখানে প্রশ্ন এবং উত্তর ওয়েবসাইটে আপলোড করা।’ তবে একাংশের পরীক্ষার্থীদের মনে ওএমআর-‘অনিশ্চয়তা’ কাটলেও, চিন্তা বেড়েছে ইন্টারভিউ নিয়ে। কেউ কেউ বলছেন, ইন্টারভিউ কতটা স্বচ্ছ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রীর দাবি, ‘এসব হাস্যকর। কিছু দুর্নীতি হবে না। আমি শুধু এটাই কামনা করি যেন যোগ্যরা তাদের চাকরি আবার ফিরে পান।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours