DVC নামক বলির পাঁঠা নেই’, কেন মমতা দ্রুত উত্তরবঙ্গে যাননি তা বললেন শুভেন্দু
একই বক্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। তিনি বলেন, "এখন গিয়ে আর কী হবে ছবি তোলা ছাড়া ? কত মানুষ ভেসে গিয়েছে...দু'তিন বছর আগে দেখেছিলাম ঠিক এই সময় কত মানুষ ভেসে গিয়েছিলেন। নদীতে বিসর্জন দিতে গিয়ে কত মানুষ ভেসে যান। তখনও সরকার ব্যবস্থা নেয়নি। খালি অন্যের ঘাড়ে চাপানো হয়।"
'DVC নামক বলির পাঁঠা নেই', কেন মমতা দ্রুত উত্তরবঙ্গে যাননি তা বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
প্রকৃতির রোষে পড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। ভেঙে গিয়েছে ব্রিজ। ধসে গিয়েছে রাস্তাঘাট সব কিছু। আজ অর্থাৎ সোমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ দিনের তাঁর উত্তরবঙ্গ সফরকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত তা উনি (মুখ্যমন্ত্রী) বোঝেন না।
শুভেন্দু এও বলেছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন! এরপর তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় টিভি ৯ বাংলাকে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন, সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে? নাকি ওখানে গিয়েও চিন, ভূটান, নেপালের “বহিরাগত জল” এর তত্ত্ব দেবেন?” বিরোধী দলনেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় খালি অন্যের ঘাড়ে দোষ চাপান। কখনও তিনি ডিভিসিকে টার্গেট করে, কখনও আবার সিইএসসি কখনও বিহার ও উত্তরপ্রদেশ।
একই বক্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। তিনি বলেন, “এখন গিয়ে আর কী হবে ছবি তোলা ছাড়া ? কত মানুষ ভেসে গিয়েছে…দু’তিন বছর আগে দেখেছিলাম ঠিক এই সময় কত মানুষ ভেসে গিয়েছিলেন। নদীতে বিসর্জন দিতে গিয়ে কত মানুষ ভেসে যান। তখনও সরকার ব্যবস্থা নেয়নি। খালি অন্যের ঘাড়ে চাপানো হয়।”
এখানে উল্লেখ্য়, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আজ যেহেতু পুজোর কার্নিভাল আছে, এখানেও প্রায় ১০০টা পার্টিসিপেট করে কাল জেলারগুলো হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা না থাকি খারাপ দেখায়। কারণ অনুষ্ঠান আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। কাল বেলা তিনটের মধ্যে পৌঁছে মনিটরিং করে নেব।” আজ সেখানেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছে বিজেপি।


Post A Comment:
0 comments so far,add yours