গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবীর



গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর তিরিশের যুবক সুদীপ বর বাড়ি পাথরপ্রতিমা ব্লকের কে প্লট এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন আগে রাধা কৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি ১৪ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। মান্থা আসতে ঘোষনা করায় গভীর সমুদ্র দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয়। বুধবার গভীর রাতে  যখন ট্রলার নঙ্গর করে সবাই ঘুমাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি রাত্রে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বেরহয় হঠাৎ দেখতে পায় হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে। প্রশাসনকে খবর দেয় প্রশাসনের নির্দেশমতো শুক্রবার ভোরে গোলাপি পাথরপ্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপে। সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে ময়না তদন্তে রিপোর্টের অপেক্ষায়। উল্লেখ্য ওই মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে। 
কাকার দাবি কোন রকম অশান্তির ঘটনা ঘটেনি তবে কি কারণে আত্মহত্যা করল সেটা জানা নেই।


গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর তিরিশের যুবক সুদীপ বর বাড়ি পাথরপ্রতিমা ব্লকের কে প্লট এলাকায়। 
স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন আগে রাধা কৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি ১৪ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। মান্থা আসতে ঘোষনা করায় গভীর সমুদ্র দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয়। বুধবার গভীর রাতে যখন ট্রলার নঙ্গর করে সবাই ঘুমাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি রাত্রে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বেরহয় হঠাৎ দেখতে পায় হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে। প্রশাসনকে খবর দেয় প্রশাসনের নির্দেশমতো শুক্রবার ভোরে গোলাপি পাথরপ্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপে। সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে ময়না তদন্তে রিপোর্টের অপেক্ষায়। উল্লেখ্য ওই মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে। 
কাকার দাবি কোন রকম অশান্তির ঘটনা ঘটেনি তবে কি কারণে আত্মহত্যা করল সেটা জানা নেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours