বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাঁরা বারবার ১১-১৫ অক্টোবর এই ডেডলাইনের কথা বলছিলেন। যাবতীয় বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক।


বাংলায় এগিয়ে আসছে বিধানসভা ভোট? SIR নিয়ে বৈঠক মিটতেই চরমে জল্পনা
কোলাঘাটে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন


SIR শেষ হওয়ার তিন মাস পরেই রাজ্যে ভোট। তিন মাস পরই হবে বিধানসভা নির্বাচন। কোলাঘাটে তিন জেলার অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের টিম। বৃহস্পতিবার কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাশাসক, ERO, AEROদের সঙ্গে বৈঠকে করে কমিশন। সেখানেই এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। বুধবারই খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল, কালীপুজোর পরই রাজ্যে SIR হবে।


বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাঁরা বারবার ১১-১৫ অক্টোবর এই ডেডলাইনের কথা বলছিলেন। যাবতীয় বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। সেই বিষয়টি বুধবারই স্পষ্ট করে দিয়েছে কমিশন। তাতে যাতে বিহারের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটাও সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ বিহারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়। তাতে সমস্যায় পড়তে হয় কমিশনকে।




যদি এই অর্থেই সময় ক্যালকুলেট করতে হয়, তাহলে যদি অক্টোবরে SIR শুরু হয়, অন্তত পক্ষে তিন মাস সময় লাগবে। আগামী বছর বিধানসভা নির্বাচন, সেটা এপ্রিলে হতে পারে। জানুয়ারি মাসটা নিজের হাতে রাখতে চাইছে কমিশন। সেক্ষেত্রে এটা অন্তত স্পষ্ট অক্টোবরেই শুরু হচ্ছে SIR। বাংলায় SIR প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কমিশন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours