শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ভাসছে নেপাল। পূর্ব নেপালে কোশী, গণ্ডক, বাগমতীর মতো ৮টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় ডুবে গিয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজ চালাতে অভিযানে নেমেছে নেপাল পুলিশ, নেপাল সেনা ও আর্মড পুলিশ ফোর্স।
ফুঁসছে ৮ নদী, ডুবে যাচ্ছে নেপাল, ধস-হড়পা বানে ৫২ জনের মৃত্যু
নেপালে বন্যা।
একদিকে যেখানে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভাসছে, তেমনই বন্যায় ডুবে গিয়েছে পড়শি দেশ নেপালও। লাগাতার বৃষ্টিতে নেপাল জলমগ্ন। একাধিক জায়গায় নেমেছে ধস, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। লাগাতার এই বৃষ্টিতে নেপালে এখনও পর্যন্ত কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেন। একইসঙ্গে নেপালের পাশে থাকার আশ্বাসও দেন। তিনি লেখেন, “ভারী বৃষ্টিতে নেপালে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তা হৃদয় বিদারক। আমরা নেপালের মানুষদের ও নেপাল সরকারের পাশে রয়েছি এই কঠিন সময়ে। বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত যে কোনও প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত।”
সানিয়ার পর এ বার সানার সঙ্গেও বিচ্ছেদ? বছর ঘুরতেই শোয়েবের তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে!
Arambagh: মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আর ঘরে ফেরা হল না কৃষকের
শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্স ইনিংস, সিরিজ জিতল ভারত এ
শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ভাসছে নেপাল। পূর্ব নেপালে কোশী, গণ্ডক, বাগমতীর মতো ৮টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় ডুবে গিয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজ চালাতে অভিযানে নেমেছে নেপাল পুলিশ, নেপাল সেনা ও আর্মড পুলিশ ফোর্স।
প্রতিকূল আবহাওয়ার জন্য রবিবারই নেপাল সরকার দুইদিনের ছুটির ঘোষণা করে। আরও জানানো হয়েছে, এই দুর্যোগে যদি কারোর মৃত্যু হয়, তাহলে নেপালি মুদ্রায় ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, নেপালে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলাম। সেখানে ধস ও হড়পা বানে ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। কোশীতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ১ জন নিখোঁজ। দক্ষিণে রাউতাহাটে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।


Post A Comment:
0 comments so far,add yours