পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং জানিয়েছেন, কটকের দরগা বাজার, মঙ্গলবাগ, ক্যান্টনমেন্ট, পুরীঘাট, লালবাগ, বিদানাসী, মার্কেট নগর, মালগোদাম, বাদামবাদি, জগতপুর সহ একাধিক জায়গায় ৩৬ ঘণ্টার জন্য কার্ফু জারি করা হয়েছে। গোটা কটক জুড়েই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।


দুর্গা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, কটকে ৩৬ ঘণ্টার কার্ফু, বন্ধ ইন্টারনেট
সংঘর্ষের পরের অবস্থা।

হাজার বছর পুরনো শহর। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত যে শহর, সেখানেই অশান্তি, সংঘর্ষ হল দুর্গাপুজো বিসর্জনকে কেন্দ্র করে। ওড়িশার কটকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই সংঘর্ষ, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। উত্তেজনা এতটাই বাড়ে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ৩৬ ঘণ্টার কার্ফু জারি হয়েছে।


জানা গিয়েছে, শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টা-দুটো নাগাদ সংঘর্ষ বাধে। কটকের দরগা বাজার দিয়ে দুর্গা প্রতিমা নিয়ে প্রশেসন যাচ্ছিল, মাইকে জোরে জোরে গান বাজছিল। স্থানীয় বাসিন্দারা কয়েকজন জোরে গান বাজানো নিয়ে আপত্তি করেন। গান বন্ধ করতে বলাকে কেন্দ্র করেই কথা কাটাকাটি শুরু হয়।


অভিযোগ, একদল যুবক বাড়ির ছাদ থেকে পাথর ও কাচের বোতল ছুড়ে মারে। এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র অশান্তি শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কমপক্ষে ২৫ জন আহত হন সংঘর্ষে। একাধিক দোকান ও গাড়িও ভাঙচুর করা হয়। শেষে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। লাঠিচার্জ করে বিক্ষিপ্ত জনতাকে সরায়। প্রায় ৩ ঘণ্টা দুর্গা প্রতিমা এভাবেই রাস্তায় পড়ে ছিল। পরে পুলিশি কড়া নিরাপত্তায় রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিসর্জন হয়।

এই ঘটনার পরই একটি গোষ্ঠী শহরজুড়ে বাইক র‌্যালির অনুমতি চেয়েছিল। অশান্তির আশঙ্কায় পুলিশ তা খারিজ করে দেয়। তারপরও বেশ উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কমপক্ষে ৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।




এদিকে খবর রটে যায় যে বিসর্জনের সময় সংঘর্ষে আহত ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়েও অশান্তি শুরু হয়। পরে পুলিশ জানায় যে কারোর মৃত্যু হয়নি। সকলেই চিকিৎসাধীন। যারা এই ভুয়ো খবর রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, গ্রেফতার করা হবে। শান্তি বজায় রাখতে রবিবার রাত ১০টা থেকে ৩৬ ঘণ্টার কার্ফু জারি করা হয়।

পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং জানিয়েছেন, কটকের দরগা বাজার, মঙ্গলবাগ, ক্যান্টনমেন্ট, পুরীঘাট, লালবাগ, বিদানাসী, মার্কেট নগর, মালগোদাম, বাদামবাদি, জগতপুর সহ একাধিক জায়গায় ৩৬ ঘণ্টার জন্য কার্ফু জারি করা হয়েছে। গোটা কটক জুড়েই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।





এদিকে, এই অশান্তির পরই বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে আজ, সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। তাদের দাবি অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ডিসিপি ও জেলাশাসককে বদলি করতে হবে।

বিজু জনতা দলও এই হিংসা-সংঘর্ষের নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours