বিশ্ব দৃষ্টি দিবসে গঙ্গাসাগরের চৌরঙ্গীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির


বিশ্ব দৃষ্টি দিবস (World Sight Day) উপলক্ষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা শিবির। এসবিআই ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্থানীয় সবুজ সংঘের ব্যবস্থাপনায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।
এদিন সকালে চৌরঙ্গীর ক্যাম্পে প্রায় দেড় শতাধিক মানুষ এই পরিষেবা গ্রহণ করেন। শুধু চোখ পরীক্ষা নয়, এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, মেডিসিন ফি প্রদান করা হয়। এছাড়াও, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিনামূল্যে সুগার টেস্ট, প্রেশার টেস্ট সহ বিভিন্ন ধরনের সেবামূলক পরিষেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রোগীদের পরীক্ষা করার পর, যাদের চোখে ছানি (Cataract) পড়েছে, তাদের স্বর্ণলতা সবুজ সেবা সদন, রায়দিঘি নন্দকুমারপুরে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
সবুজ সংঘের কর্মকর্তারা জানান, সুন্দরবনের মানুষের জন্য এটি একটি নিয়মিত পরিষেবা। এর আগেও শুধু গঙ্গাসাগরের প্রায় দেড় হাজার মানুষের ছানি অপারেশন বিনামূল্যে করানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে যে, এই বিশেষ ক্যাম্প ছাড়াও সারা বছর ধরে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার সকাল ১০টা থেকে এই এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার পরিষেবা চালু থাকে। প্রত্যন্ত সুন্দরবনের গঙ্গাসাগরের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পাওয়ায় এলাকার সাধারণ মানুষজন সবুজ সংঘ এবং এসবিআই ফাউন্ডেশনকে সাধুবাদ জানিয়েছেন।
উপকূলীয় এলাকার গরিব ও অসহায় মানুষজন, যারা অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এই শিবিরটি এক বিরাট ভরসা ও আশার আলো দেখালো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours