ফের বাবা হলেন আরবাজ, দ্বিতীয় স্ত্রী সুরার কোলে ছেলে এল নাকি মেয়ে?
২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয় আরবাজ খানের। তারপর বেশ কিছু দিন সিঙ্গল ছিলেন। সেই সময়ই রটে যায়, আরবাজ নাকি এক মডেলের প্রেমে পড়েছেন। তবে এই রটনার কয়েকদিন পর জানা যায়, মডেল নয় বরং মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরার সঙ্গেই প্রেম করছেন আরবাজ।
ফের বাবা হলেন আরবাজ, দ্বিতীয় স্ত্রী সুরার কোলে ছেলে এল নাকি মেয়ে?
আকাশ মিশ্র


গত শনিবারই হিন্দুজা হাসপাতালে দ্বিতীয় স্ত্রী সুরাকে ভর্তি করিয়ে ছিলেন আরবাজ খান। তখনই গোটা বলিউড ইঙ্গিত পেয়েছিল আরবাজ খানের বাড়িতে সুখবর আসল বলে। রাত পের হতেই ফের বাবা হলেন সলমন খানের ভাই তথা অভিনেতা-প্রযোজক আরবাজ। সূত্রের খবর, আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরার কোল আলো করে এসেছে কন্যা সন্তান। জানা গিয়েছে, মা ও সদ্য়োজাত সুস্থই রয়েছেন। যদিও মেয়ের বাবা হওয়ার খবর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি আরবাজ।


কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আরবাজের স্ত্রী সুরার সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো। যেখানে উপস্থিত ছিলেন খান পরিবারের সব সদস্য। হাজির হয়েছিলেন সলমন ও আরবাজের বোন অর্পিতাও।




২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয় আরবাজ খানের। তারপর বেশ কিছু দিন সিঙ্গল ছিলেন। সেই সময়ই রটে যায়, আরবাজ নাকি এক মডেলের প্রেমে পড়েছেন। তবে এই রটনার কয়েকদিন পর জানা যায়, মডেল নয় বরং মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরার সঙ্গেই প্রেম করছেন আরবাজ। এই প্রেম পর্ব মিটিয়ে ২০২৩ সালে ফের বিয়ে করেন আরবাজ। আর বিয়ের দুবছর পর ফের বাবা হওয়ার খবর। এর আগে মালাইকার সঙ্গে আরবাজের একটি ছেলেও রয়েছে।



আরবাজের বর্তমান স্ত্রী সুরা, আরবাজের থেকে প্রায় ২৩ বছরের ছোট। আর তা নিয়ে ট্রোলের মুখেও পড়েছিলেন আরবাজ। তবে সেই ট্রোলকে পাত্তা দেননি আরবাজ বা সুরা কেউই। জানা যায়, পাটনা শুক্লা ছবির শুটিং ফ্লোর থেকেই আলাপ হয়েছিল আরবাজ ও সুরার। আর সেখান থেকেই প্রেম। এবার সংসারে নতুন সদস্য আসায় নতুন ইনিংস শুরু করলেন আরবাজ খান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours