সুন্দরবনে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, স্বাভাবিক ফেরি পরিষেবা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণ ২৪ পরগনার এই উপকূলবর্তী অঞ্চলে।
তবে এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার দাপট তেমন না থাকায় সাধারণ মানুষের সুবিধার্থে সুন্দরবনের সমস্ত ফেরি সার্ভিস স্বাভাবিক রাখা হয়েছে। পর্যটক এবং স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রশাসন তৎপর।
প্রতিদিনের মতোই গঙ্গাসাগরের গুরুত্বপূর্ণ কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে ভেসেল পরিষেবা চালু রয়েছে।
এলাকার নদীগুলির জলস্তর এখনও পর্যন্ত স্বাভাবিক থাকলেও, লাগাতার বৃষ্টিতে উপকূলের কয়েকটি নিচু এলাকায় জল জমার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে। তাই প্রশাসনের তরফে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours