ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন, পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে চলছে দফায় দফায় বৃষ্টি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বকখালি সমুদ্র সৈকত পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফে সতর্কতামূলক মাইকিং চলছে। মন্ত্রী বকখালি সৈকত ঘুরে দেখেন এবং প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে খোঁজ নেন।


পরিদর্শন শেষে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাংবাদিকদের জানান, "ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতির ওপর প্রশাসন সবকিছু নজর রাখছে। উপকূল অঞ্চলে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে কঠোর দৃষ্টি রাখা হচ্ছে।" তিনি আরও বলেন, বকখালি সমুদ্র সৈকতেও প্রশাসনের তরফ থেকে নিয়মিত মাইকিং চলছে, যাতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এই পরিদর্শনে সুন্দরবনের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের তৎপরতা স্পষ্ট হলো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours