এরপর আজ অর্থাৎ বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেখানেই ছিলেন সুকান্ত মজুমদার। SIR নিয়ে প্রথমে মন্তব্য করেন তিনি। বলেন, "আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক। কিন্তু, যার বাবা-মা-ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই। অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। এটা কীভাবে হয়েছে?"

লন্ডভন্ড' করে দেবেন বলেছিলেন, সেই সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর
সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী


SIR ইস্যুতে এবার রাজ্যের শ্রম মন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যায় ভাবে একজনেরও নাম যদি বাদ যায় তাহলে লন্ডভন্ড করার হুঁশিয়ারি দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পাল্টা নথি না থাকলে সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।


কেন সুকান্ত এমন বললেন?



বিশ্বজুড়ে মন্দার শঙ্কা, চড়চড়িয়ে বাড়বে ভারতের অর্থনীতি!
SIR নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সদস্যরা ঘুরে এসেছেন। এই আবহে মালদহে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে সাবিনা বলেন, “একটি লোকের নামও যদি অযাচিতভাবে ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব এটা মনে রাখব। এটা মনে রাখবেন, হয়ত অনেকেই এখানে বসবাস করছেন কিন্তু ২০০২ সালে কোনও কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি বা নদী ভাঙনে তাঁদের নথি নষ্ট হয়েছে। এবার তাঁদের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব না।”

এরপর আজ অর্থাৎ বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেখানেই ছিলেন সুকান্ত মজুমদার। SIR নিয়ে প্রথমে মন্তব্য করেন তিনি। বলেন, “আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক। কিন্তু, যার বাবা-মা-ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই। অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। এটা কীভাবে হয়েছে? আমি বলছি, ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে, তাতে তাঁরা আমাদের ভোট দিন আর না দিন। কিন্তু, বাংলাদেশি মুসলমান যাঁরা অনুপ্রবেশ করেছেন, তাঁদের নাম থাকবে না।”

এরপরই পরিষ্কার সাবিনার উদ্দেশ্যে বার্তা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি SIR-এ না থাকে, আপনি যদি বাংলাদেশি হন সাবিনা ইসাসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে। এখানে রাখা হবে না। আর কত লন্ডভন্ড করেন দেখছি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours