অক্টোবর মাসের শেষে রাজ্যে ফের বৃষ্টিঝঞ্ঝা

বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেছে এবং  উত্তরে হওয়ার দাপট কমে এসেছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে খুবই শ্রীঘ্রই। বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের শেষে অর্থাৎ ২৮ তারিখ থেকে গোটা রাজ্যজুড়ে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ২৭শে অক্টোবরের আশেপাশে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
শক্তিশালী সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৮ থেকে ৩০শে অক্টোবরের মধ্যে।
দক্ষিণ ২৪ পরগনা বাসীদের উদ্দেশ্যে খবর, ২৮ থেকে ৩০শে অক্টোবর ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, কুলপি, বাসন্তী, গোসাবা, জয়নগর, গোসাবা, ক্যানিং, মথুরাপুর, পাথরপ্রতিমা ব্লকে নিম্নচাপ জনিত বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই সকল চাষী ভাইদের ২৭শে অক্টোবরের মধ্যে পেকে যাওয়া ফসল অবশ্যই তুলে নেওয়ার অনুরোধ করা হচ্ছে না হলে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours