ধবারই হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ও ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী মোদীকে অসাধারণ মানুষ বলে অ্যাখ্য়া দেন তিনি। দীর্ঘ সময় ধরে মোদী যে প্রধানমন্ত্রী পদে রয়েছেন, সে কথাও উল্লেখ করেন।
ট্রাম্পের সঙ্গে ফোনে কথাই হয়নি প্রধানমন্ত্রী মোদীর! 'আশ্বাসের' দাবি উড়িয়ে দিল কেন্দ্র
ফাইল চিত্র।
ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী মোদী নাকি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। ফোনালাপে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এই দাবির পরই হইচই পড়ে গিয়েছে। এবার এল ভারতের জবাব। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর নয়া দিল্লি সাফ জানিয়ে দিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে প্রধানমন্ত্রী মোদী(PM Narendra Modi)-র কোনও কথাই হয়নি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেন, “জ্বালানি ইস্যুতে আমেরিকার মন্তব্য নিয়ে আমরা ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করেছি। আমি এইটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনও কথা হয়নি।”
মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীরা ইস্তফা দিয়ে দিলেন! হঠাৎ কী হল মোদীর রাজ্যে?
প্রসঙ্গত, বুধবারই হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ও ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী মোদীকে অসাধারণ মানুষ বলে অ্যাখ্য়া দেন তিনি। দীর্ঘ সময় ধরে মোদী যে প্রধানমন্ত্রী পদে রয়েছেন, সে কথাও উল্লেখ করেন। এরপরই ট্রাম্প দাবি করেন যে প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এই কাজ একদিনে সম্ভব নয়, দীর্ঘ প্রক্রিয়া এটি, তবে এই প্রক্রিয়া শীঘ্রই শেষ হয়ে যাবে।
ট্রাম্প বলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিলে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো আরও সহজ হবে। যুদ্ধ শেষ হয়ে গেলে ভারত আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে।
যদিও ভারতের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয় যে ভারত তেল ও গ্যাসের অন্যতম আমদানিকারক। দেশ বরাবরই ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আমদানি নীতি সম্পূর্ণভাবে উদ্দেশ্য় দ্বারা পরিচালিত।


Post A Comment:
0 comments so far,add yours