লক্ষ্মী পুজোয় দুর্গাপুজোর আনন্দ: গঙ্গাসাগরের 'জাগরণ উৎসব'
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ সুদর্শন মোড়ে প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোতে সেজে ওঠে উৎসবের বাতাবরণ। স্থানীয় 'জাগরণ উৎসব কমিটি' আয়োজিত এই পুজো এবছর ৩২তম বছরে পদার্পণ করল। এই পুজোকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা তুঙ্গে, কারণ গ্রামে কোনো দুর্গাপুজো হয় না।
কমিটির সদস্যরা জানান, এই এলাকায় দুর্গাপুজোর আনন্দ সেভাবে উপভোগ করা সম্ভব হয় না। তাই লক্ষ্মীপুজোকেই তাঁরা দুর্গাপুজোর বিকল্প হিসেবে দেখেন। এই পুজোতে প্রতি বছরই সন্ধ্যাকালীন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুজোর আমেজ ও আনন্দ এই লক্ষ্মী পুজোতেই সম্পূর্ণভাবে উপভোগ করেন খান সাহেব আবাদ সুদর্শন মোড়ের বাসিন্দারা। গ্রামের সবার মিলিত উদ্যোগ ও অংশগ্রহণে এই 'জাগরণ উৎসব' এক নতুন মাত্রা যোগ করে।


Post A Comment:
0 comments so far,add yours