গঙ্গাসাগরের মহিষামারিতে নদী বাঁধ ভেঙে গ্রামে জল,পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিষামারি বাগু মোড় সংলগ্ন এলাকায় জল নিকাশ শুলিস গেটের পাশে নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঢুকতে শুরু করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
ভাঙনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকেরা। মন্ত্রী ও বিডিও ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।
এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী দ্রুত নদী বাঁধ মেরামতির আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত শীঘ্র সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।
এর পাশাপাশি, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও গঙ্গাসাগরের ১ নম্বর স্নানঘাটও পরিদর্শন করেন। সম্প্রতি সমুদ্রের প্রভাবে সেই ঘাটটিরও বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্নানঘাটটিরও দ্রুত সংস্কার করা হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে আরও বড় বিপদ ঘটতে পারে। প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।


Post A Comment:
0 comments so far,add yours