দক্ষিণ ২৪ পরগনায় ফের জোড়া খুনে চাঞ্চল্য। 

ঢোলা থানার অন্তর্গত চণ্ডীপুর অঞ্চলের জামালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো মা ও ছেলের রক্তাক্ত দেহ। মৃতদের নাম মানোয়ারা বিবি বয়স আনুমানিক৪০ এবং তাঁর ছেলে আনোয়ার হালদার বয়স আনুমানিক ৮ বছর।

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির বারান্দার কাছে ছেলের দেহ এবং ঘরের ভেতর মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর যায় ঢোলা থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই নৃশংস ঘটনার পিছনে হাত রয়েছে মৃত মানোয়ারা বিবির স্বামী ফিরোজ হালদারের। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

কি কারণে এই খুন—তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো রহস্য, সবদিক খতিয়ে তদন্ত শুরু করেছে ঢোলা থানার পুলিশ। এলাকায় এই জোড়া খুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours