হ্যাঁ, এমন অভিযোগ জয়াকে নিয়ে বহুবার, বহু জায়গায় উঠেছে। তবে খোদ অমিতাভ জায়া কখনই এই নিয়ে মুখ খোলেননি। এবার এক সাক্ষাৎকারে জয়ার এমন ব্যবহারের কারণ খোলসা করলেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর।
কেন এত খিটখিটে জয়া বচ্চন? গোপন কথা ফাঁস করলেন করণ জোহর
আকাশ মিশ্র
ফিল্মি অনুষ্ঠান হোক কিংবা বলিউডের বিয়ে, যেখানে পাপারাজ্জিদের দেখলে অন্য সেলিব্রিটিরা হেসে কথা বলেন, সেখানে জয়া বচ্চন করেন দুর্ব্যবহার। এমনকী, পাপারাজ্জিদের সোজাসুজি খারাপ কথা বলতেও শোনা গিয়েছে জয়াকে। হ্যাঁ, এমন অভিযোগ জয়াকে নিয়ে বহুবার, বহু জায়গায় উঠেছে। তবে খোদ অমিতাভ জায়া কখনই এই নিয়ে মুখ খোলেননি। এবার এক সাক্ষাৎকারে জয়ার এমন ব্যবহারের কারণ খোলসা করলেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর।
বহু ছোট থেকে জয়া বচ্চনকে দেখছেন করণ জোহর। করণের কাছে জয়া মাতৃসম। এমনকী, যখনই সুযোগ পান তখনই বচ্চন পরিবারে গিয়ে সময় কাটান পরিচালক। সে সূত্রেই করণ বলেন, ”এই ইন্ডাস্ট্রিতে যদি সবচেয়ে পরিষ্কার মনের মানুষ কেউ হন, তাহলে তিনি হলেন জয়া বচ্চন। ওর মতো নরম মনের মানুষ আর কেউ নেই। তাই জয়া বচ্চনকে নিয়ে যা রটে তা মোটেই ঠিক নয়।”
ছবি শিকারির প্রসঙ্গ উঠতেই করণ বলেন, উনি বিনা অনুমতিতে ছবি তোলা একদম পছন্দ করেন না। খুব প্রাইভেট পার্সন উনি। তাই দুম করে কেউ ছবি তুলুক সেটা পছন্দ নয় তাঁর। সেই কারণেই অমন অভিব্যক্তি।
এই প্রসঙ্গে জয়া একবার বলেছিলেন, ”কোনও অনুষ্ঠানে গেলে আমি নিজেই ছবি তুলতে পছন্দ করি। কিন্তু ব্যক্তিগত কাজে বের হই, তখন কেউ ছবি তুললে বিরক্ত হই।”


Post A Comment:
0 comments so far,add yours