অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই গৃহবধূ। কঠোর শাস্তি চাইছেন তার পরিবারের লোকজনও। অন্যদিকে ওই যুবক জালের অন্য় আর কোনও মহিলা জড়িয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিনই ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়।


শিক্ষক পরিচয় দিয়ে শারীরিক সম্পর্ক, গৃহবধূর থেকে টাকা-সোনার গয়না হাতিয়ে নিতেই যুবককে ধরল পুলিশ
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব গৃহবধূ

তারকেশ্বর: শিক্ষক পরিচয় দিয়ে সমাজমাধ্যমে গৃহবধূর সঙ্গে বন্ধুত্ব। পরিচয় মাত্র মাস তিনেকের। তারমাঝেই আবার শারীরিক সম্পর্ক। তখনও ওই গৃহবধূ টের পাননি বড় বিপদ ঘনাতে চলেছে তাঁর জীবনে। সম্পর্ক মজবুত হতে না হতেই শুরু হয়ে যায় ব্ল্যাকমেইল। অবিযোগ, নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই গৃহবধূর থেকে টাকা ও সোনার গয়না হাতিয়ে নেয় ওই যুবক। তবে এখানেই থেমে থাকেনি ওই যুবক। ফের টাকা চাইতে থাকে। ততক্ষণে তার সঙ্গে কী হচ্ছে তা বুঝে গিয়েছেন ওই যুবক। সোজা তারকেশ্বর থানায় ওই যুবকের বিরুদ্ধে দায়ের হয়ে যায় অভিযোগ। 


অভিযোগ পেতেই জোরকদমে তদন্তে নামে তারকেশ্বর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যুবকের নাম আশরাফুল হক। সমাজ মাধ্যমে নিজেকে প্রাথমিক স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে প্রতারণাই ছিল তাঁর মূল কাজ। একদিন আগেই জামালপুরের সাতগড়িয়া থেকে শেখ আশরাফুল হককে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। এদিনই তাঁকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। 


অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই গৃহবধূ। কঠোর শাস্তি চাইছেন তার পরিবারের লোকজনও। অন্যদিকে ওই যুবক জালের অন্য় আর কোনও মহিলা জড়িয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে কারণেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। 

অন্যদিকে কিছুদিন আগেই বিদেশি সংস্থায় চাকরির ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াতে দেখা গিয়েছিল বালির এক গৃহবধূকে। অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গিয়েছিল প্রায় ৪ লক্ষেরও বেশি টাকা। এদিকে তাঁর সঞ্চয়ের সিংহভাগ টাকাই তিনি আবার ওই সংস্থায় ঢেলে বসেছিলেন। মোহভঙ্গ হতেই সোজা পুলিশের দ্বারস্থ হন। Parday
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours