টলিউডের প্রথম সারির নায়কদের সকলেই প্রায় বিবাহিত। টলিপাড়া পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের জন্য অপেক্ষা করে ছিল কয়েক বছর। এখন বিয়ের পর সদ্য বাবা হয়েছেন পরমব্রত।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, নায়ক জিত্, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় অনেকটা আগেই বাবা হয়েছেন। তাঁদের সন্তানরা কেউ বাংলা ছবিতে ডেবিউ করে ফেলেছেন, কেউ ডেবিউ করার অপেক্ষায় রয়েছেন। এখন চর্চা নায়ক দেবকে নিয়ে। তাঁর সঙ্গে নায়িকা রুক্মিণী মৈত্রর ব্যক্তিগত জীবনে নজরকাড়া জুটি।
দেবের বিয়ে কবে? এবার মনের কথা বলে দিলেন নায়ক
টলিউডের প্রথম সারির নায়কদের সকলেই প্রায় বিবাহিত। টলিপাড়া পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের জন্য অপেক্ষা করে ছিল কয়েক বছর। এখন বিয়ের পর সদ্য বাবা হয়েছেন পরমব্রত। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, নায়ক জিত্, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় অনেকটা আগেই বাবা হয়েছেন। তাঁদের সন্তানরা কেউ বাংলা ছবিতে ডেবিউ করে ফেলেছেন, কেউ ডেবিউ করার অপেক্ষায় রয়েছেন। এখন চর্চা নায়ক দেবকে নিয়ে। তাঁর সঙ্গে নায়িকা রুক্মিণী মৈত্রর ব্যক্তিগত জীবনে নজরকাড়া জুটি।
দেব কবে বিয়ে করবেন, সে কথা জানতে চান তাঁর অনুরাগীরা। সম্প্রতি নায়ককে একটা সাক্ষাত্কারে প্রশ্ন করা হয়েছিল, দেবের প্রেম বা বিয়ে নিয়ে। তাতে নায়ক বললেন, ”আমি যেভাবে আছি খুব ভালো আছি। যাঁর সঙ্গে আছি খুব ভালো আছি। যদি বিয়ের কথা জিজ্ঞাসা করেন, তা হলে বলি, বিয়েটা ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছি। মাথার মধ্যে প্ল্যানিং চলছে। খুব শীঘ্রই জানতে পারবেন।” দেব যে বিয়ে নিয়ে প্ল্যানিং করতে শুরু করেছেন, এই খবরেই খুশি তাঁর অনুরাগীরা। এই বিয়ের সাজপোশাক থেকে জাঁকজমক, সব কিছু নিয়েই টলিপাড়া জুড়ে চর্চা থাকবে তুঙ্গে, তা আশা করা যায়।


Post A Comment:
0 comments so far,add yours