প্রধান বিচারপতির পাশেই বসে থাকা বিচারপতির চন্দ্রনকে ছুঁয়ে মাটিতে পড়ে যায় সেই জুতোটি। তড়িঘড়ি অভিযুক্তকে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই সবের মধ্য়েও মুহূর্তের জন্য বিচলিত হতে দেখা যায় না প্রধান বিচারপতিকে।
'দেশবাসী রেগে গিয়েছে...', প্রধান বিচারপতিকে ফোন করে কেন এমন বললেন মোদী?
বাঁদিকে দেশের প্রধান বিচারপতি গবাই, ডানদিকে প্রধানমন্ত্রী মোদী
সোমবার রাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাইকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিলেন তাঁর। দেশবাসী যে রেগে গিয়েছে, সেই কথাও জানালেন তাঁকে। কিন্তু রাতবিরেতে হঠাৎ এই ফোনালাপ কেন?
এদিন সুপ্রিম কোর্ট সাক্ষী থাকল এক নাটকীয় মুহূর্তের। যা নিয়ে দিনভর বজায় থেকেছে টানটান উত্তেজনা। আদালত কক্ষে শুনানির মাঝেই দেশের প্রধান বিচারপতি বি আর গবাইকে লক্ষ্য করে জুতো ছুড়তে দেখা গেল এক প্রৌঢ় আইনজীবীকে। অবশ্য লক্ষ্যভেদ হয়নি। প্রধান বিচারপতির পাশেই বসে থাকা বিচারপতির চন্দ্রনকে ছুঁয়ে মাটিতে পড়ে যায় সেই জুতোটি। তড়িঘড়ি অভিযুক্তকে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই সবের মধ্য়েও মুহূর্তের জন্য বিচলিত হতে দেখা যায় না প্রধান বিচারপতিকে।
শুনানির মাঝে এমন হামলার চেষ্টা মুহূর্তের জন্য বিচলিত করেনি দেশের প্রধান বিচারপতিকে। বরং ওই ঘটনার পরেই শান্ত গলায় তিনি বেঞ্চকে বলেছিলেন, ‘এসবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই ধরনের ঘটনা আমার উপর কোনও প্রভাব ফেলতে পারে না।’ গবাইয়ের এই তন্ময় আচরণের প্রশংসা করেছেন মোদীও। তাঁর কথায়, ‘এমন একটা পরিস্থিতিতে প্রধান বিচারপতি গবাইয়ের শান্ত ভাবে আচরণ সত্যি প্রশংসনীয়। এটাই স্পষ্ট ভাবে তুলে ধরে যে নিজের দায়িত্ব ও এই বিচারব্যবস্থার প্রতি তিনি কতটা দায়বদ্ধ।’


Post A Comment:
0 comments so far,add yours