কেরিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বিয়ের কোনও রীতিতে ভুল হোক চাননি। ধর্ম ভিন্ন, তাই তিনি এমন কিছু করতে চাননি, যা দেখে সকলের মনে হয়, তিনি গৌরীর ধর্মকে অসম্মান করছেন। তাই বিয়ের দিন একটু বেশি সতর্ক ছিলেন তিনি।
শাহরুখকে বন্দুক নিয়ে হুমকি, সম্পর্ক ভাঙার চেষ্টায় মরিয়া ছিলেন কে?



শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের প্রেম থেকে শুরু করে সংসার, সবটাই বারবার দর্শকদের নজর কেড়েছে। শূন্য থেকে শুরু করে আজ বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আজ তাঁর মতো পুরুষকে স্বামী হিসেবে আদর্শ মনে করেন বহু মহিলারা। কিন্তু একটা সময় ছিল যখন গৌরী খান ও তাঁর পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও ছিলেন না রাজি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ধর্মীয় কারণে এই বাধা। শাহরুখ খান মুসলমান, অন্যদিকে গৌরী খান হিন্দু, তাই নাকি প্রাথমিকভাবে পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই বিয়েতে বাধা সৃষ্টি করা হয়েছিল।


আর সেই একই কারণে গৌরী খানের ভাই শাহরুখ খানকে পছন্দ করতেন না। রীতিমত মারার পরিকল্পনা করতেন। নাম বিক্রান্ত ছিব্বর। তিনি চাইতেন না শাহরুখ খান ও গৌরীর এই সম্পর্ক তৈরি হোক। শাহরুখ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন বিক্রান্ত স্কুলে পড়ত। নিজেকে বড় দাদা ভাবত। যখনই দেখা হতো, গুন্ডাদের মতো আচরণ করত। একবার বন্দুক নিয়ে শাহরুখকে তিনি হুমকি দিয়েছিলেন। গৌরী খানের কথায়, তাঁর ভাই বলেই শাহরুখ খান কখনও বিষয়গুলোতে গুরুত্ব দেননি, বরং দেখা হলেই সমীয় করে কথা বলতেন।


লক্ষ্মীপুজোয় কোন কোন ফুল অর্পণ করতেই হয়? কোন ফুল দেবীর সবচেয়ে প্রিয়?
লটারি নয়, এই নিয়ম মেনে বিনিয়োগেই ১ কোটি জমিয়ে ফেললেন এই দম্পতি!
তবে বিয়ে যখন হয়, তখন সমস্ত নিয়ম মেনেই সংসার পাতেন তাঁরা। প্রাথমিকভাবে আইনি মতে বিয়ে করেন এই জুটি। পরবর্তীতে সামাজিক বিয়ে হয়। সেখানে শাহরুখ চেয়েছিলেন সমস্ত নিয়ম মেনে চলতে। সেদিন কোন ভয় তারিয়ে নিয়ে বেড়াচ্ছিল শাহরুখ খানকে? কেরিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বিয়ের কোনও রীতিতে ভুল হোক চাননি। ধর্ম ভিন্ন, তাই তিনি এমন কিছু করতে চাননি, যা দেখে সকলের মনে হয়, তিনি গৌরীর ধর্মকে অসম্মান করছেন। তাই বিয়ের দিন একটু বেশি সতর্ক ছিলেন তিনি। সময় নিয়ে সমস্ত নিয়ম মানর চেষ্টা করছিলেন। একটা সময় তা এতটাই দীর্ঘ হয়ে যায়, সেখানে উপস্থিত সকলে নিজে থেকেই বলে বসেন অনেক হয়েছে, এবার থামা হোক। আর এভাবেই নিজের বিয়েতে সবটা সামলেছিলেন কিং খান।

তবে একটা সময় গৌরী খানের বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়। এমন কি শাহরুখ নিজেই জানিয়ে ছিলেন, গৌরীর থেকে সেই বাড়িতে শাহরুখের সম্মান বেশি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours