অমিতাভ বচ্চন এদিন মহিলা ক্রিকেট দলের সাফল্যকেও অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নারী শক্তির প্রতি সম্মান জ্ঞাপন করেন। অমিতাভ বচ্চন বরাবরই মহিলাদের সম্মানের প্রসঙ্গে মুখ খুলেছেন। সমাজের যে কোনও স্তরের নারীকেই যথাযত সম্মান দেওয়া উচিত বলেও বার্তা দিয়েছেন তিনি।


'হোমমেকার! এমনভাবে বলার কী আছে?' মহিলাদের নিয়ে কড়া বার্তা অমিতাভের



বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এখন চর্চায়। কারণ আর কয়েকদিন পরই জন্মদিন বলিউড শাহেনশাহর। তার সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও তারই মাঝে অমিতাভের ব্লগ ঘিরে আরও একবার জল্পনা তুঙ্গে। অমিতাভ বচ্চন সম. পেলেই মাঝে মধ্যে কলম ধরেন। বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন ব্লগ। সম্প্রতি তাঁর ব্লগে যে বিষয়টি উঠে এল, তা আরও একবার মন কাড়ল মহিলা অনুরাগীদের। তিনি বলেন, “গৃহিণীরা যেন কখনও লজ্জা বা সংকোচ না বোধ করেন নিজেদের পরিচয় দিতে গিয়ে। বরং গর্ব করে বলুন, আপনি একজন ‘হোমমেকার’।”


কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১৭-এর বিশেষ এপিসোডে দর্শক আসনে উপস্থিত নারীদের প্রসঙ্গ টেনে অমিতাভ বলেন, “যখনই আমি কোনও মহিলাকে জিজ্ঞেস করি, ‘আপনি কী করেন’, বেশিরভাগ সময়ই তাঁরা খুব ধীরে ও নিচু স্বরে বলেন, ‘আমি হোমমেকার’। কেন? এমনভাবে বলার কী আছে? গর্ব করে বলুন!”




অমিতাভ বচ্চনের মতে, একটি সংসার সামলানো মোটেই সহজ কাজ নয়। একজন গৃহিণী প্রতিদিন ঘর দেখা, স্বামী ও সন্তানদের দেখাশোনা, রান্নাবান্না এবং আরও বহু দায়িত্ব পালন করেন, যা সমাজে যথেষ্ট মর্যাদার দাবি রাখে।

তিনি আরও বলেন, “কোভিডের সময় অনেক পুরুষ বুঝতে পেরেছেন, গৃহিণীরা ঘরের ভিতর কী পরিমাণ কাজ করেন। যখন নিজেরা সেই কাজ করতে বাধ্য হয়েছেন, তখনই তাঁরা স্ত্রীর অবদান উপলব্ধি করতে পেরেছেন।”

অমিতাভ বচ্চন এদিন মহিলা ক্রিকেট দলের সাফল্যকেও অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নারী শক্তির প্রতি সম্মান জ্ঞাপন করেন। অমিতাভ বচ্চন বরাবরই মহিলাদের সম্মানের প্রসঙ্গে মুখ খুলেছেন। সমাজের যে কোনও স্তরের নারীকেই যথাযত সম্মান দেওয়া উচিত বলেও বার্তা দিয়েছেন তিনি। মেয়েদের সঙ্গে হওয়া কোনও অন্যায়ের খবর তাঁর কানে গেলেই তিনি সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কেবল মুখের কথাতেই নয়, বরং তিনি নিজেও তাঁর পরিবারের ক্ষেত্রে জয়া বচ্চনকেই এগিয়ে রাখেন বলে দাবি করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours