তিলোত্তমার বাবা বলেন, "নোটিসটা পেয়েছি আজকে। আমরা জাস্ট আর পাত্তা দিচ্ছি না। যে যা করার করুক। আমরা মেয়ের ন্যায়বিচারের লড়াই চালাচ্ছি। এগুলো পাত্তা দেওয়ার বিষয় নাকি। এসব করে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে। "

 'উনি ওনার বাবার কুসন্তান', কুণালের করা মামলায় 'জাস্ট পাত্তা' দিলেন না তিলোত্তমার বাবা-মা
তিলোত্তমার বাবা-মা

তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু সেই মামলার গুরুত্ব দিতে চান না তিলোত্তমার বাবা-মা। এমনকি কুণাল ঘোষের নামও তাঁরা উচ্চারণ করতে নারাজ। তিলোত্তমার বাবার বক্তব্য, “ওনার বাবার কুসন্তান উনি!” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মামলায় তাঁরা হাজিরা নাও দিতে পারেন। তবে তিলোত্তমার আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, তাঁরা ঠিক করবেন তাঁরা আদালতে হাজির হবেন কিনা!


তিলোত্তমার বাবা বলেন, “নোটিসটা পেয়েছি আজকে। আমরা জাস্ট আর পাত্তা দিচ্ছি না। যে যা করার করুক। আমরা মেয়ের ন্যায়বিচারের লড়াই চালাচ্ছি। এগুলো পাত্তা দেওয়ার বিষয় নাকি। এসব করে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে। ” তিলোত্তমার মা বললেন, “তিনি তৃণমূল দলের মুখপাত্র, তবে তাঁর নাম আমি মুখে আনতে চাই না। আমি শুনেছিলাম, ওনার বাবা আরজি করেরই চিকিৎসক ছিলেন। ওনার বাবার প্রতি সম্মান জানিয়েই বলব, উনি ওনার বাবার কুসন্তান। আমাদের এই পরিস্থিতিতে আমাদের পিছনে লাগতেন না।”


প্রসঙ্গত, গত ২০ অগস্ট তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। নবান্ন অভিযানের পরই সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেছিলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন।” সেই বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ চান কুণাল, আর সেই কারণেই মানহানির মামলা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours