বছরের শুরুতেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের 'চিকেনস নেক' সংলগ্ন এলাকাতে ঢুকেছিল পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরাও ছিলেন। তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়।

বিহার নির্বাচনের আগে ভারত-নেপাল সীমান্ত হয়ে এদেশে ঢুকে পড়েছে তিন পাক জঙ্গি?
প্রতীকী ছবি

বিহার নির্বাচনের আগে ভারত-নেপাল সীমান্ত হয়ে এদেশে ঢুকে পড়েছে তিন পাক জঙ্গি? বিহার পুলিশের তরফে তিন জঙ্গির স্কেচ ও নাম প্রকাশের পর চিন্তা বেড়েছে এ রাজ্য়েও। প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়েও। বিগত কয়েক বছরে বারবার চিকেনস নেকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। বছরের শুরুতেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের ‘চিকেনস নেক’ সংলগ্ন এলাকাতে ঢুকেছিল পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরাও ছিলেন। তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়। এখন এবার তিন পাক জঙ্গি ঢোকার সামনে আসতেই নতুন করে বাড়ছে চিন্তা।  

বিহারের নির্বাচন মিটলেই আবার বাংলার নির্বাচন। যদিও তার আগেই আবার সামনে দুর্গাপুজোর মতো বিরাট উৎসব। পরপর নানা পার্বন রয়েছে গোটা দেশেই। তাই সদা সতর্ক রয়েছে গোয়েন্দারা। বর্তমানে জঙ্গিদের অবস্থান, শেল্টার কোথায় নিতে পারে তাই এখন সবথেকে বেশি ভাবাচ্ছে গোয়েন্দাদের। যদিও এ দিকে ঢুকেও থাকে তাহলে তারা কোন এলাকায় আছে, কোথায় আশ্রয় নিতে পারে সে দিকে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করেছেন গোয়েন্দারা। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours