জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া উজ্জ্বয়ীনি মোড়ে রাস্তার পাশে রয়েছে ১৪ বিঘা জলা জমি। যা ডোবা নামেই রেকর্ড রয়েছে। আর সেই জলা জমির উপরে নজর পড়েছে এলাকার জমি হাঙরদের।

রুখতে গিয়েছিলেন জলাভূমি ভরাট, এলাকার বৃদ্ধদের গুলি করে মারার হুমকি দুষ্কৃতীদের
জলভূমি ভরাট নিয়ে সরব বৃদ্ধ

এলাকার জলাভূমি ভরাট বন্ধ করতে গিয়ে জমি মাফিয়াদের হুমকির মুখে এলাকার পৌর নাগরিকরা। তাঁদের গুলি করে মারার হুমকি স্থানীয় জমি মাফিয়ার। ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া উজ্জ্বয়ীনি মোড়ে রাস্তার পাশে রয়েছে ১৪ বিঘা জলা জমি। যা ডোবা নামেই রেকর্ড রয়েছে। আর সেই জলা জমির উপরে নজর পড়েছে এলাকার জমি হাঙরদের।

অভিযোগ, আব্বাস ও আলামিন নামে দুই জমি মাফিয়া ওই জলাজমি ভরাট করতে এলে বাধা দেন এলাকার কিছু বয়স্ক মানুষ। তখনই গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাঁদের। বাসিন্দাদের দাবি, তাঁরা প্রথমে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা দিপালী নস্কর, পৌরসভার চেয়ারম্যান ও সর্বশেষে নরেন্দ্রপুর থানার পুলিশের কাছেও আবেদন করেন তাঁরা। তারপরেও কোনও রকম ব্যবস্থা নেননি কেউই। ভুজঙ্গভূষণ দাস বলেন, “আমরা চাইছি না এই ভূমি ভরাট হোক। একটা পার্ক তৈরি করুক। মুখ্যমন্ত্রীই তো বলেছিলেন এই জলাভূমি ভরাট করা যাবে না।”




বুধবার রাতের ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছে এলাকার পৌর নাগরিকরা। কারণ প্রকাশ্যেই আব্বাস নামে ওই জমি মাফিয়া তাঁদেরকে গুলি করে মারার হুমকি দিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে এলাকাবাসীর একটাই আবেদন, যাতে খোদ মুখ্যমন্ত্রী বিষয়টিতে নজর দিন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours