গঙ্গাসাগরের সেতু নির্মাণের আগে শুরু হলো মুড়িগঙ্গা নদীতে মাটি পরীক্ষার কাজ

অতীতের একটি প্রবাদ রয়েছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর এক বার। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের দৌলাতে সেই প্রবাদ এখন অতীত হয়ে দাঁড়িয়েছে এখন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেছিলেন গঙ্গাসাগরে আসার জন্য পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদীর উপর একটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। সেই সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে গঙ্গাসাগরে কচুবেড়িয়া পর্যন্ত একটি সেতু নির্মাণের কাজ করা হবে। প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা মুড়িগঙ্গা নদীর পেরিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিতে যান। আবহাওয়া পরিবর্তনের কারণে মুড়িগঙ্গা নদীতে জমিতে শুরু করেছে পলি এর ফলের নাব্যতা কমছে মুড়িগঙ্গা নদীর। নাব্যতা কমে যাওয়ার কারণে ভেসেল চলাচলের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

 বেশিরভাগ সময় মুড়িগঙ্গা নদীতে ভাটা থাকার কারণে ভেসেল চলাচল বন্ধ থাকে এর ফলে সমস্যার মধ্যে পড়ে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ সুসম্পন্ন হলে পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার মানুষদের যাতায়াতের সুবিধা হবে বলে জানা গিয়েছে।সেতু গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। এর পরিপ্রেক্ষিতেই সাগরের মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরির কাজের অগ্রগতির ছবি। ইতিমধ্যেই নতুন করে টেন্ডার করা হয়েছে। আর তারপর নদীর উপরে ক্যাম্প বানিয়ে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। কাকদ্বীপের লট নম্বর - ৮, এর নদীপাড় থেকে কিছুটা দূরে নদীর উপরে খুঁটি পুঁতেই অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। ওই অস্থায়ী ক্যাম্পে থেকেই কর্মীরা মাটি পরীক্ষা করছেন। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করার জন্য প্রথমবার যে টেন্ডার করা হয়েছিল, বিশেষ কারণবশত, সেটি বাতিল হয়ে যায়। এরপর চলতি মাসেই দ্বিতীয়বারের জন্য টেন্ডার ঝোলানো হয়েছে। তারপরে এই মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই কাজ চলবে। দ্বিতীয় বারের টেন্ডার হওয়াতে এরপর নতুন করে মাটি পরীক্ষার কাজ করা শুরু হয়েছে। সুতরাং এই কাজের সূচনা পর্ব দেখেই আশাবাদী হয়েছেন বরং সাগরবাসীও।প্রথম পর্যায়ে টেন্ডার বাতিল হয়ে যাওয়ার পর রাইটস নামে একটি সংস্থা দ্বিতীয় টেন্ডার গ্রহন করেছে। এর ফলে স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরদ্বীপের বাসিন্দাদের। মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের আগে প্রাথমিক পর্যায়ে মুড়িগঙ্গা নদীতে মাটি পরীক্ষার করার কাজ শুরু করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours