প্রথমে সিবিআই-এর মামলায় গ্রেফতার, পরে জামিন পাওয়ার পর ফের ইডি-র মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক। এরপরই ভাইরাল হল এই ভিডিয়ো।
টাকা ফেরত দিন', শুনে বিধায়ক বলছেন 'কোথায় পাব?', জীবনকৃষ্ণের ভিডিয়ো ভাইরাল
ভাইরাল ভিডিয়োর অংশ
পাঁচিল টপকে পালানোর চেষ্টা করা জীবনকৃষ্ণ এখন জেল হেফাজতে। শনিবার আদালতের নির্দেশে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বড়ঞার বিধায়ককে। তাঁর আর্থিক লেনদেন, আয়, সম্পত্তি- সবটাই ইডি-র স্ক্যানারে। এরই মধ্যে ভাইরাল জীবনকৃষ্ণের নতুন ভিডিয়ো। টাকার লেনদেন নিয়ে যে কথা হচ্ছে, তা ভিডিয়োতে স্পষ্ট। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরে সোফায় বসে রয়েছেন জীবনকৃষ্ণ আর ক্যামেরার পিছন দিকে বসে থাকা এক ব্যক্তি (যাঁকে দেখা যাচ্ছে না) টাকা ফেরত চাইছেন বিধায়কের কাছে। চাকরি দেওয়ার নামে যে বিধায়ক টাকা নিতেন, সেই অভিযোগ আগেই সামনে এসেছে। সেই টাকাই চাইছেন ওই ব্যক্তি? তা স্পষ্ট নয়। তবে ভিডিয়োতে শোনা যাচ্ছে, টাকা দিতে অস্বীকার করছেন ওই ব্যক্তি।
এটাই প্রথম নয়, এর আগেও জীবনকৃষ্ণের কাছে টাকা চাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ইডি-র দাবি, টাকার লেনদেন বা বিপুল সম্পত্তির ব্যাপারে জীবনকৃষ্ণকে প্রশ্ন করা হলেও, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। এছাড়া কোটি টাকার লেনদেনের ব্যাপারেও তিনি কোনও তথ্য দিচ্ছেন না বলে অভিযোগ। ইডি-র আরও দাবি, নিয়োগ দুর্নীতির টাকা আলুর ব্যবসায় লাগিয়েছেন জীবনকৃষ্ণ।


Post A Comment:
0 comments so far,add yours