সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমস্ত গাড়ি চালকদের সচেতনতা শিবির করা হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ডে l
আজ পুলিশ দিবস উপলক্ষে সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমস্ত গাড়ি চালকদের উদ্দেশে সচেতনতা শিবির করা হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ডে l এই বিষয় নিয়ে ট্রাফিক ওসি সঞ্জয় পাল বলেন জন্মাষ্টমী পর থেকে বিভিন্ন জায়গায় ঘুড়ি উৎসব শুরু হয়ে গেছে |
এই ঘুড়ির দড়ি যাতে গাড়ি চালক দের গলায় ফেসে না যায় সেই নিয়ে সচেনত বার্তা দেওয়া হলো | এ ছাড়াও ওই দড়ি যাতে না ফেসে যায় তার জন্য গলায় সুতির কাপড় বা রুমাল পড়ে হেলমেট পারর বার্তা দেওয়া হলো সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে |
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours