নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর কর্মব্যস্ততার কথা সকলেই জানেন। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই মুহূর্তে অরিন্দম শীল পরিচালিত ছবির শুটিং চলছে তাঁর। একই সঙ্গে এই বছর পরপর ছবি মুক্তি পাচ্ছে নায়িকার। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল 'পুরাতন'। তারপর মুক্তি পেয়েছে 'ম্যাডাম সেনগুপ্ত'। আজ মুক্তি পেল 'গুড বাই মাউন্টেন'।

রান্নাঘরে কোথায় কী আছে, সব মুখস্থ ঋতুপর্ণার, কী করে জানেন?


নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর কর্মব্যস্ততার কথা সকলেই জানেন। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই মুহূর্তে অরিন্দম শীল পরিচালিত ছবির শুটিং চলছে তাঁর। একই সঙ্গে এই বছর পরপর ছবি মুক্তি পাচ্ছে নায়িকার। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’। তারপর মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। আজ মুক্তি পেল ‘গুড বাই মাউন্টেন’। শুধু ছবির প্রচারে যে ব্যস্ত থাকেন নায়িকা তা নয়, একই সঙ্গে থাকে বিভিন্ন জায়গায় অতিথি হয়ে পৌঁছানোর কাজ।


তবে ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে পৌঁছে দেখা গেল, রান্নাঘরে কোথায় কী আছে, বাড়িতে কোন মিষ্টি আছে, সব কিছু তাঁর মুখস্থ। এত কাজ সামলে কী করে এই দিকে খেয়াল রাখেন নায়িকা? 
 ঋতুপর্ণা জানালেন, ”লেক গার্ডেন্সের এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে, সব কিছু দেখাশোনা করতেন আমার শাশুড়িমা। কোনও দিন কোনও ব্যাপারে প্রশ্ন করিনি। আমার এটাই ভালোলাগে যে মাথার উপর একজন অভিভাবক আছেন। এই বাড়িতে আমার বন্ধুরা অনেক সময়েই আসেন। বন্ধুরা এলে আমি বলে দিতাম, ক’ জন বন্ধু আসবেন। তাঁরা কী খেতে ভালোবাসেন। আমার বাড়িতে এলে না খেয়ে তো কেউ যান না। কিন্তু আর কোনও ব্যাপারে খুঁটিনাটি জানতাম না আমি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমার শাশুড়িমা শারীরিকভাবে সুস্থ থাকলেও, মেন্টাল হেলথ ঠিক নেই। তাই উনি আর এখন রান্নাঘরের দায়িত্ব সামলাতে পারছেন না। যিনি রান্না করেন, সেদিন এসে আমাকে প্রশ্ন করলেন, ‘বৌদি কী-কী হবে?’ এটা একপ্রকার বাধ্যতা। এখন আমাকেই এই বাড়িটার অভিভাবক হতে হচ্ছে। তাই রান্নাঘরের খুঁটিনাটিও মাথার মধ্যে থাকছে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours