সংবিধানের বিধির পরিপন্থী, 'অপরাজিতা বিল' ফেরত পাঠালেন রাজ্যপাল

 ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাজভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

অন্য সব বিল রাজ‍্যপালের কাছে গেলেও রাজ‍্যপাল নিজে সংবিধান এবং আইন দেখে সই করেন। কিন্তু এটি স্পর্শকাতর বিষয় সংক্রান্ত বিল হওয়ায় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। বলা হয়েছে ‘some constitutional concerns’-এর কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হল।



সূত্রের খবর, ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে রাজভবন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে ওই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে।

বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours