শোনা যাচ্ছে, বিহারের পরই পশ্চিমবঙ্গেও অগস্ট মাস থেকে নিবিড় ভোটার তালিকা সংশোধনী শুরু হতে পারে। তাহলে বাংলাতেও কি লাখ লাখ ভোটারদের নাম বাদ যাবে?


বিহারে ভোট বয়কটের হুমকি দিচ্ছেন তেজস্বী, বাংলায় SIR হলে কোন পথে হাঁটবে তৃণমূল?
ভোটার তালিকা সংশোধন নিয়ে নয়া স্ট্রাটেজি তৃণমূলের।

বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই উত্তাল সংসদ। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনী বা স্পেশ্য়াল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়েই বিরোধিতার সুর চড়িয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) সহ একাধিক বিরোধী দল। বিহারে ভোট বয়কটের হুমকি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে বাংলায় ভোট বয়কট নয়, বরং আন্দোলনকেই হাতিয়ার করেই পথে নামতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস।


বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আরও ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা করছেন বিরোধীরা। এদিকে শোনা যাচ্ছে, বিহারের পরই পশ্চিমবঙ্গেও অগস্ট মাস থেকে নিবিড় ভোটার তালিকা সংশোধনী শুরু হতে পারে। তাহলে বাংলাতেও কি লাখ লাখ ভোটারদের নাম বাদ যাবে?

তবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিহারের মতো বাংলায় ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।

সূত্রের খবর, আপাতত সংসদের অভ্যন্তরে ইন্ডিয়া জোটের পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকদিনই তারা অংশগ্রহণ করছে ইন্ডিয়া জোটের বিক্ষোভে। পাশাপাশি, তৃণমূল নেত্রীর নির্দেশে কয়েকদিনের মধ্যেই অসমে যাচ্ছেন সুস্মিতা দেব। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেই আন্দোলনের উপর রূপরেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours