উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়ের আচমকা সরে যাওয়া নিয়ে বিগত কয়েকদিনে কম জলঘোলা হয়নি। ধনখড় অসুস্থতার কথা বলেও উঠে এসেছে নানা মত। বিস্ফোরক দাবি করে বসেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিদায়ী সংবর্ধনা দিতে হবে জগদীপ ধনখড়কে, জোরাল দাবি কংগ্রেসের
জগদীপ ধনখড়
বিদায়ী সংবর্ধনা দিতে হবে জগদীপ ধনখড়কে। জোরাল দাবি তুলল কংগ্রেস। বুধবার রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই দাবি তোলে কংগ্রেস। তা নিয়েই দিল্লির রাজনৈতিক আঙিনায় জোর চর্চা। কংগ্রেসের দাবিতে যে সরকারের অস্বস্তি স্বভাবতই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যাশিতভাবেই এই দাবি মানতে নারাজ সরকার পক্ষ।
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলিরও সায় নেই এই প্রস্তাবে। তা সত্ত্বেও আজ রাজ্যসভায় এই দাবি তুলবে কংগ্রেস। সূত্রের খবর, এদিন একাধিক রাজ্যসভার সাংসদের বিদায়ী সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। সেই সময় সরকারকে অস্বস্তিতে ফেলতেই এই ইস্যু উত্থাপন করতে পারে কংগ্রেস।
উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়ের আচমকা সরে যাওয়া নিয়ে বিগত কয়েকদিনে কম জলঘোলা হয়নি। ধনখড় অসুস্থতার কথা বলেও উঠে এসেছে নানা মত। বিস্ফোরক দাবি করে বসেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অসুস্থতার কারণে পদত্যাগ নয়। হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে তাঁকে। চুপ নেই কংগ্রেসও। কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ বলছেন, ‘এর পিছনে গভীরতর কারণ রয়েছে।’


Post A Comment:
0 comments so far,add yours