ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে জল বাতাসা ছোলা।।

 আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই কারণে নামখানা ব্লকের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা জল তুলতে আসেন বকখালি সী বিজে।

বকখালি সিবিচ থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে রওনা দেন নামখানা একাডেমীর উদ্দেশ্য। গতকাল রাতে নামখানা পক্ষ থেকে লালপুলে ঐতিহাসিক কাঁকড়া বুড়ি মন্দিরে কাছে ভক্তদের জন্য খোলা হয়েছিল জলছত্র। এ বিষয়ে নামখানা থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ সরকার বলেন নামখানা ব্লকের বিভিন্ন এলাকা থেকে  বকখালি সী বীচ গিয়ে ভক্তরা জল তোলেন, সেই জল নিয়ে পায়ে হেঁটে নামখানা একাডেমী মন্দিরে উদ্দেশ্যে রওনা দেয় ভক্তরা। 

সেই কারণে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তার জন্য জল ছত্র খোলা হয়েছে। এবং এই জলছত্র আজকের নয় বহুদিন থেকে হয়ে আসছে আরও বলেন শ্রাবণ মাসে যে কটা সোমবার আছে আমরা ভক্তদের পাশে থাকার চেষ্টা করব।  এবং সারারাত্রি ভক্তদের জন্য রাস্তায় পুলিশ রয়েছে যাতে তাদের কোন অসুবিধা না হয়। সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে নাখানা
নামখানা থানার পক্ষ থেকে।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours