একুশে জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে বিধিনিষেধ বেশ কিছু রাস্তায়। আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ করা হবে।


ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বিধিনিষেধ! একুশে জুলাই যানজট এড়াতে কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে দেখে নিন
প্রতীকী ছবি


একুশে জুলাই যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না হয় তা সুনিশ্চিত করতে হবে পুুলিশকে। আদালতের সেই নির্দেশ মেনেই একুশে জুলাই সকাল থেকেই শহরে যান নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই লালবাজের তরফে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিবৃতিও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই দেওয়া হয়েছে এই যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি। 


একুশে জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে বিধিনিষেধ বেশ কিছু রাস্তায়। আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ করা হবে। তালিকায় আছে বেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, নিউ সিআটি রোড, রবীন্দ্র সরণীও। ভোর থেকে শহরে ঢুকবে না কোনও পণ্যবাহী গাড়ি। 



যানজট এড়াতে নো পার্কিং জোন ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ। একই ছবি দেখা যাবে হেস্টিংস ক্রসিংয়েও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের প্রচুর কর্মী-সমর্থক। ভিড় বাড়ছে হাওড়া থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে। এও জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের সকালে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবে সাতটি বড় মিছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours