দক্ষিন ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় Netaji Seva Foundation সব সময় চেয়েছে এই সুন্দরবন এলাকায় মানুষের কি ভাবে উন্নতি হয়, কি ভাবে এই প্রত্যন্ত এলাকায় মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করা যায়। কী ভাবে সমাজের উপকারে আসবে।
বর্তমান পরিস্থিতিতে তাই সুন্দরবন এলাকায় উচ্চ শিক্ষারত শিক্ষার্থীদের জন্য শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলিতে যে শিক্ষক নিয়োগের পরিক্ষার কথা বলা হয়েছে। তাদের জন্যে এই free mock test এর আয়োজন করা হয়েছে। আপনারা যারা এই অফলাইন মক টেস্ট এ অংশগ্রহন করবেন তাঁরা এই ফ্রমটি ফিলআপ করুন নিচে দেওয়া google এর লিংকে ক্লিক করে। আপনাদেরকে সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে এই সংগঠনের তরফ থেকে। এই পরীক্ষা গুলি হবে কাকদ্বীপ (KAKDWIP) শিশু শিক্ষায়তন হাইস্কুলে
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScXvUQzkvlOK9-00fK-tTZpypR6h8UAjQgp7t0DGHaNR4p7Gw/viewform?usp=header
Free WBCSSC/ SLST Mock Test Offline Examination organized for the first time in South 24 Parganas is an initiative of Netaji Seva Foundation
যারা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং কাকদ্বীপে এসে নেতাজি সেবা ফাউন্ডেশনের ফ্রি মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চাইছেন, কেবলমাত্র তারাই এই ফর্মটি ফিল আপ করবেন। বাকিদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই।


Post A Comment:
0 comments so far,add yours