এরপর তিনি বলেন, "ভিডিয়োটি অত্যন্ত নোংরা। এবং সেই ভিডিয়োর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।"
'ভিডিয়োটি অত্যন্ত নোংরা', মুখ খুললেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে শনিবারই লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার সেই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। ক্ষুব্ধ দিলীপ পরিষ্কার বলেছেন, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
বস্তুত, এর আগে জল্পনা চলেছিল দিলীপ নাকি দলবদল করছেন। সেই জল্পনা আপাতত থেমেছে। তা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তিনি নানাভাবে আমাকে বদনাম করা, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও রটানো হচ্ছে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি অন্য দলে যাচ্ছি। কিন্তু এসবের পরও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে।”
হাসিনাকে এখনও ভয় পাচ্ছেন ইউনূস! সবার সামনেই বলে ফেললেন বড় কথা...
এরপর তিনি বলেন, “ভিডিয়োটি অত্যন্ত নোংরা। এবং সেই ভিডিয়োর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা রাখছি, নাহলে আমি আদালতের দ্বারস্থ হব।”


Post A Comment:
0 comments so far,add yours