ভারতের উপরে ট্রাম্পের ট্যারিফের কোপ, সঙ্গে আবার পেনাল্টিও! কত শতাংশ শুল্ক চাপল?
India-US Relation: সত্যি সত্যিই ট্রাম্পের শুল্কের কোপ নেমে এল ভারতের উপরে। কার্যত রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককেই শুল্ক বসানোর কারণ হিসাবে দর্শান মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াশিংটন: জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। সত্যি সত্যিই ট্রাম্পের শুল্কের কোপ নেমে এল ভারতের উপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। ১ অগস্ট থেকেই এই শুল্ক কার্যকর হবে।
বুধবার, ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন যে ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতকে পেনাল্টিও দিতে হবে। তবে এই পেনাল্টি কত, বা কী কী পণ্যের উপরে পেনাল্টি চাপানো হবে, তা স্পষ্ট করা হয়নি।
ট্রাম্প লেখেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বিগত বছরগুলিতে ভারতের সঙ্গে অল্প ব্যবসা করতে পেরেছি চড়া শুল্কের কারণে। বিশ্বের মধ্যে সবথেকে বেশি শুল্ক এবং তাদের সবথেকে কঠোর, নন-মনিটারি বাণিজ্যিক নীতি রয়েছে। পাশাপাশি তারা নিজেদের সামরিক অস্ত্রের অধিকাংশটাই রাশিয়ার থেকে কিনেছে। রাশিয়ার থেকে সবথেকে বড় শক্তি ক্রেতাও চিন ও ভারত।”
কার্যত রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককেই শুল্ক বসানোর কারণ হিসাবে দর্শান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও লেখেন, “যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যা বন্ধ করুক-সব জিনিস ভাল নয়! তাই ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, পাশাপাশি পেনাল্টিও দিতে হবে।”
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বারবার বলেছেন যে ভারতের অত্যাধিক শুল্কের কারণে তারা এ দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে না। ভারত শুল্ক না কমালে, তারাও সমান হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও পরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছিল


Post A Comment:
0 comments so far,add yours