তিনি বলেন, "কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি করুন। এটা পড়াশোনা ভবিষ্যত তৈরির জায়গা। কোনও দাদা-দিদি রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না। মন দিয়ে পড়াশোনা করো"
'কোনও দাদা-দিদি, রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না', কেন বললেন দেব?
ঘাটালে দেব
ভর্তি সহ একাধিক অনিয়ম নিয়ে সম্প্রতি শিরোনামে আসে ঘাটাল কলেজ।এবার নিজের সংসদীয় কেন্দ্র ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠক করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সমস্ত অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা ও কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানান কলেজের সভাপতি সাংসদ দেব। তিনি বলেন, “কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি করুন। এটা পড়াশোনা ভবিষ্যত তৈরির জায়গা। কোনও দাদা-দিদি রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না। মন দিয়ে পড়াশোনা করো”
ঘাটাল মহকুমাশাসক দফতরের প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল কলেজে গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন সাংসদ দেব। মিটিংয়ে যোগ দেওয়ার আগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় অর্থাৎ ঘাটাল কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। কলেজে মিটিং শেষে দেব জানান, মিটিংয়ের সব কথা বলা যাবে না। তবে কলেজে ভর্তি সংক্রান্ত, বহিরাগতদের আসা নিয়ে যে যে অভিযোগগুলি আসছিল সেই সব নিয়ে আলোচনা হয়েছে।
২১শের মঞ্চে নেই ঋত্বিকা সেন, ছবির কাজ নিয়েই ব্যস্ত
দেব জানান, “কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি হওয়া উচিত। আমার এই কথা হয়তো অনেকের ভাল নাও লাগতে পারে। কলেজে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনার জন্য। তাঁদের ভবিষ্যত তৈরি করার জন্য। সেখানে একটা শান্তি ও সুন্দর পরিবেশ দরকার। আমি সেটাই চাইব কলেজের একজন সভাপতি হিসাবে। কলেজে বহিরাগত রাজনীতি আমি একে সমর্থন করি না।”
এ দিন কলেজের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল তা সংবাদমাধ্যমে বলতে চাননি দেব।অভ্যন্তরিন আলোচনা বলে এড়িয়ে যান তিনি। তবে কলেজের ছাত্রছাত্রীদের কাছে দেবের আবেদন, “কলেজে সবাই রাজনীতি করে না। এটা রাজনীতির জায়গা নয়। ভাল পড়াশোনা, ডিগ্রি থাকলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে যখন চাকরির জন্য খোঁজ করবে।”


Post A Comment:
0 comments so far,add yours