এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার
গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে 5 মাস ব্যাপী টেলারিং প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী। দক্ষিণ 24 পরগনা জেলা DPMU (Skill Development Department) এর আর্থিক সহায়তায় এবং পাত্র অ্যান্ড গিরি টেকনিক্যাল কনসালট্যান্ট সার্ভিসেস এর তত্বাবধানে এই ট্রেনিং। মূলত মহিলাদের পাঁচ মাস বিনামূল্যে টেলারিং প্রশিক্ষণ দেয়ার পর টেলারিং মেশিন দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের কৃষ্ণনগর পশ্চিম ঘেরী এলাকায় শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়কের উপস্থিতিতে এলাকার মহিলাদের টেলারিং প্রশিক্ষণ দেয়ার জন্য কুড়িটি টেলারিং মেশিন নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন, সুন্দরবনের বিচ্ছিন্ন এই দ্বীপ এই দ্বীপের মানুষজনেরা মৎস্যজীবী ও চাষবাসের উপর বেশি নির্ভর করে। এই দ্বীপের মহিলাদের স্বনির্ভর করার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার। শিশু বিকাশ ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে এলাকার মহিলাদের স্বনির্ভর গড়ার লক্ষ্যে কুড়িটি টেলারিং মেশিন নিয়ে আসা হয়েছে। পাঁচ মাস ধরে বিনামূল্যে দ্বীপ এলাকার মহিলাদের প্রশিক্ষণ দেয়া হবে ।
এরপর মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে সেদিকেই লক্ষ্য রেখে মহিলাদের টেলারিং মেশিন প্রদান করা হবে। এর ফলে সুন্দরবনের পিছিয়ে পড়া প্রান্তিক এলাকার মহিলারা স্বনির্ভর হয়ে উঠবে এবং আর্থিকভাবে স্বাবলম্বিন হয়ে উঠবে। এ বিষয়ে শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের কোডিনেটর ঊষা পাত্র তিনি বলেন, প্রাথমিকভাবে চারটি ব্যাচের মাধ্যমে 132 জন মহিলাদের টেলারিং প্রশিক্ষণ দেয়া হবে। এরপর ওই মহিলাদের কাঁচামাল প্রদান করা হবে পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মেশিন ও প্রদান করা হবে। এলাকার মহিলাদের স্বাবলম্বিন করার জন্য শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। এ বিষয়ে এক মহিলা তিনি বলেন, প্রান্তিক এলাকায় আমরা বসবাস করি এর ফলে চাষবাসের ওপরই আমাদের বেশি নির্ভর করতে হয়। অনেক সময় চাষবাসও ঠিকঠাক হয় না এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়। আমাদের স্বাবলম্বিন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শিশু বিকাশ ট্রেনিং সেন্টারে আমরা প্রশিক্ষণ নেয়ার পর আমরা অনেকটাই আর্থিকভাবে স্বাবলম্বিন হয়ে উঠবো।


Post A Comment:
0 comments so far,add yours