সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন শাহ। মঙ্গলবার অধিবেশন চলাকালীন তিনি বলেন, 'এখনও পর্যন্ত হাজারের বেশি মানুষ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩ হাজার ঘণ্টা তদন্ত চলেছে। তারপরেই এই জঙ্গিদের হদিশ পেয়েছে সেনা।


অপারেশন মহাদেবে' খতম হওয়া জঙ্গিরাই পহেলগাঁও হামলার চক্রী, সংসদে জানালেন শাহ
অমিত শাহ


 ২৪ ঘণ্টার পর অবশেষে সোমবারের ‘অপারেশন মহাদেব’ নিয়ে মুখ খুলল কেন্দ্র। এদিন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করলেন এরাই সেই তিন জঙ্গি। শ্রীনগরে সেনা অভিযানে তিন জঙ্গিকে খতম করার পর থেকেই প্রশ্ন উঠেছিল জঙ্গিদের ‘পরিচয়’ নিয়ে। অবশেষে সেই পরিচয় প্রকাশ্যে আনলেন শাহ।


এদিন তিনি বলেন, ‘আমি এই সংসদ ও দেশের প্রতিটি নাগরিককে জানাতে চাই যে যারা বৈসরণে আমাদের দেশের নাগরিকদের হত্য়া করেছিলেন। সেই তিন জঙ্গিকেই খতম করা হয়েছে।’ কিন্তু ‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া তিন জঙ্গি যে সেই পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীই তা কীভাবে নিশ্চিত করছে কেন্দ্র?




শাহ আরও জানিয়েছেন, ‘খতম হওয়া জঙ্গিদের থেকে চকলেট উদ্ধার করে পুলিশ। এই চকলেটগুলি পাকিস্তানে তৈরি। অনুমান অনেক দিন ধরে আত্মগোপন থাকার জন্যই এই চকলেটগুলি নিয়েছিল তারা। এছাড়াও, পাক ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours