*ডায়মন্ড হারবারে ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক লালপোল প্রায় ১৩কোটির ব্যায় তৈরি নতুন সেতুটি মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়..
ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত মগরাহাট খালের উপর ব্রিটিশ আমলের তৈরি ঐতিহাসিক সেতু লালপোল বেহাল অবস্থায় পড়েছিল। সেই জন্য কোনো কারণবশত বড়সড় দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটি ২০২১ শালে সাধারণ মানুষের চলাচল এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে পাশেই একটি জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে লোহার সেতু নির্মাণ করে দেওয়া হয়। তার পরে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
পূর্ত দফতরের মাধ্যমে পুরোনো লালপোল ভেঙে নতুন করে আবার এই লাল পোলের কাজ শুরু করেন।এটি নির্মাণ করতে প্রায় ১৩ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়, আজ তারই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এখানে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা,দক্ষিন ২৪ পরগনা জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামি,অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ,বিধায়ক পান্নালাল হালদার,দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস সহ প্রশাসনের আরও অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।এটি ডায়মন্ড হারবার শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে এই সেতুটি উল্লেখ্যযোগ্য। এটি নতুন করে নির্মাণের ফলে বহু মানুষের উপকৃত হবে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours